প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৬:৫৬ পিএম (ভিজিট : ৩১)

শেরপুরের ঝিনাইগাতীতে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া গ্রামে। এ ঘটনায় একই গ্রামের মৃত হোসেন মণ্ডলের ছেলে মো. আবুল হাশেম (৬৩) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল আজিজের ছেলে মো. আজামুল হক (৪৯), তার স্ত্রী মোছা. সালমা বেগম (৪৫) এবং ছেলে মো. সাজিদ মিয়া (২০)—তিনজনই বাদীর ঘনিষ্ঠ আত্মীয়। দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। ওই বিরোধের জেরে অভিযুক্তরা প্রায়ই বাদী ও তার স্ত্রীকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।
এরি জেরে গত ১৬ অক্টোবর বিকেল ৪টার দিকে অভিযুক্তরা লাঠিসোটা নিয়ে বাদীর বাড়ির সামনে এসে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। এসময় প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে বাদী ও তার স্ত্রীকে মারধরের চেষ্টা চালান। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পালানোর সময় অভিযুক্তরা বাদী দম্পতিকে হত্যার হুমকি দিয়ে বলেন, “সময় ও সুযোগ পেলে তোমাদের মেরে লাশ গুম করে ফেলবো। ”ফলে বাদী ও তার স্ত্রী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বিবাদী আজামুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অভিযোগ দায়েরের পর থেকে বাদীপক্ষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন বলেন,
“অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর মতে, বিষয়টি দ্রুত নিষ্পত্তি না হলে বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।