প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ৮:২৭ পিএম (ভিজিট : ২৫১)

গাজীপুরের কালীগঞ্জে কৃষি জমিতে অবৈধভাবে বালি ভরাটের অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যক্তির কাছ থেকে মোট সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এসময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামের মোতালিব মোল্লার পুত্র রায়হান মোল্লা (৩৩) এবং বিরতুল গ্রামের আব্দুল লতিফ খানের পুত্র রফিকুল ইসলাম খান (৪৪) পেরাগোদি, পানজোড়া ও পারোয়ান এলাকায় কৃষি জমিতে অবৈধভাবে বালি ভরাট করছিলেন।
সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে তাদেরকে বালু মহাল ও ভূমি ব্যবস্থাপনা আইন অনুযায়ী পৃথক দুইটি মামলায় (নং–১২৭/২৫ ও ১২৮/২৫) মোট সাড়ে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে।