সোমবার ২০ অক্টোবর ২০২৫ ৪ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
কালীগঞ্জে সিআইডি কর্মকর্তার ছদ্মবেশে অপহরণ, গ্রেফতার ২
প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ৮:২৫ পিএম   (ভিজিট : ১৫৬)

গাজীপুরের কালীগঞ্জে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কর্মকর্তার ছদ্মবেশে এক তরুণীকে অপহরণের অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ অক্টোবর) সকাল ৭টার দিকে মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের ছাদেক ভুইয়ার স্ত্রী রাবেয়া বেগম (৪৫), তুরাগ থানার জামাল উদ্দিনের স্ত্রী হেলেনা আক্তার আইভি (৩৮) এবং আরও চারজন অজ্ঞাত পুরুষ সাদা রঙের একটি মাইক্রোবাসে সিআইডি কর্মকর্তার ছদ্মবেশে জামালপুর ইউনিয়নের চান্দেরবাগ গ্রামের শুক্কুর আলীর বাড়িতে আসে।
বাড়ির লোকজন কিছু বুঝে ওঠার আগেই তারা শুক্কুর আলীর কন্যা মোসাঃ সুমাইয়া আক্তার (১৯)-কে টেনে-হিঁচড়ে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনার পরপরই ভিকটিমের পরিবার বিষয়টি কালীগঞ্জ থানায় জানালে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বিকেলে দোলানবাজার এলাকা থেকে রাবেয়া বেগমকে আটক ও ভিকটিম সুমাইয়াকে উদ্ধার করে।
রাবেয়ার স্বীকারোক্তির ভিত্তিতে রাতে পুলিশ হেলেনা আক্তার আইভির ভাড়াকৃত বাড়ির মালিক উত্তর খলাপাড়া গ্রামের রেজাউল করিম বাদলকেও আটক করে।

এ ঘটনায় ভিকটিমের মা মাকসুদা আক্তার বাদী হয়ে শনিবার রাতে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং–২৭)।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ রানা শামীম জানান, তথ্য-প্রযুক্তির মাধ্যমে রাবেয়ার মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ করলে সে জানায়, ভিকটিম ঢাকার সিআইডি অফিসে রয়েছে। পরে এক নারীর সঙ্গে কথা বলার পর সন্দেহজনক আচরণ দেখে পুলিশ অভিযান জোরদার করে। এতে আতঙ্কিত হয়ে হেলেনা আক্তার আইভি ও তার সহযোগীরা ভিকটিম ও রাবেয়াকে দোলানবাজার এলাকায় ফেলে মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, অপহরণ ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে ভিকটিমসহ আটক আসামিদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে ‘জুলাই সনদ’
মা হলেন পরিণীতি চোপড়া
২ লাল কার্ডের ম্যাচে এমবাপের গোলে শীর্ষে ফিরল রিয়াল
রাশিয়ার তেল কেনা বন্ধ করতে ভারতকে হুমকি ট্রাম্পের
যুদ্ধবিরতির পরেও গাজায় ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হলো জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, মঞ্চে প্রধান উপদেষ্টা
সংসদ ভবন এলাকায় সংঘর্ষ, অবস্থান নিয়েছে সেনাবাহিনী
বাংলাদেশ আহলে হাদিস তাবলীগের জাতীয় ইজতেমা প্রতিবন্ধকতার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা
হাইকোর্টের ৬৬টি বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে ফিরবে আরও ১,৩১৩ বাংলাদেশি শান্তিরক্ষী
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com