সোমবার ২০ অক্টোবর ২০২৫ ৪ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
বগুড়ায় নাতির লাঠির আঘাতে বৃদ্ধ দাদার মৃত্যু
প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ৮:২৪ পিএম   (ভিজিট : ১৩৪)

জেলার শেরপুরে  নেশার টাকা না পেয়ে  আপন নাতি মো. আশিক হোসেন ওরফে রানার লাঠির আঘাতে বৃদ্ধ দাদা শাবান উদ্দিন ফকির(৬৮) মারা গেছে। রবিবার ( ১৯ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার  ভবানীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে  ঘটেছে। মৃত সাবান উদ্দিন ফকির একই গ্রামের  মৃত  নবির উদ্দিনের ছেলে।

এদিকে নাতি  মোঃ আশিক হোসেন রানা (৩০) দাদাকে  হত্যা করে এসে নিজেই  শেরপুর থানায় আত্মসমর্পণ করে। রানা  একই গ্রামের  মোঃ আবু সাঈদ ও সাইফুল ইসলামের ছেলে। তার মুখ থেকে শুনেই শেরপুর থানা পুলিশ  ঘটনাস্থল থেকে  মরদেহ উদ্ধার করে  বগুড়া শহীদ জিয়াউর রহমান  মেডিকেল কলেজ ও হাসপাতালের  মর্গে প্রেরণ করেন।

পারিবারিক ও স্থানীয়  সূত্রে জানা যায়,  মাদকাসক্ত রানা  ঘটনার দিন সকাল অনুমান সাড়ে সাতটার দিকে নেশা করার জন্য  তোর দাদার কাছে  টাকা চায়। দাদা  সাবান উদ্দিন  তাকে টাকা না দেওয়ায় তৎক্ষণাৎ তাকে  মারধর করে।  এতে বৃদ্ধার  শরীরে বেশ কয়েক জায়গায় ফুলা জখম হয়। এরপর দাদা কিছু সময় পরে  প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য ছোনকা বাজারের দিকে রওনা দিলে সকাল সাড়ে আটটার দিকে পথিমধ্য  আবারো  নাতি রানা ইসলাম গাছের শক্ত ডাল দিয়ে  উপর্যুপরি  মাথায় আঘাত করতে থাকে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে  ঘটনাস্থলে  বৃদ্ধের মৃত্যু হয়।

এ সময় আশেপাশের লোকজন চিৎকার চিৎকার দিয়ে এগিয়ে আসলে রানা দ্রুত পালিয়ে যায়।  এক পর্যায়ে  রানা  শেরপুর থানায় এসে  মার্ডার করেছে মর্মে পুলিশকে জানিয়ে  আত্মসমর্পণ করে। এর প্রেক্ষিতে  শেরপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা  এস এম মইনুদ্দিন,  পুলিশ পরিদর্শক তদন্ত  মোঃ জয়নুল আবেদিন, উপ পুলিশ পরিদর্শক  জাহিদুল ইসলাম  সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে। এবং  হত্যাকাণ্ডের  সুরতহাল  রিপোর্ট তৈরি করে  মরদেহ  ময়নাতদন্তের জন্য  বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বলে থানা পুলিশ জানিয়েছেন।

এ ব্যাপারে নিহতের ছোট ভাই  মো.মোহাম্মদ টাকা চাইছে টাকা না দুলাল হোসেন, রানা সকালে আমার বড় ভাই  সাবান উদ্দিনের কাছে টাকা চায়। কিন্তু টাকা না দেওয়ায় সকালে প্রথম দফা  মারধর করে। এরপর বড় ভাই চিকিৎসার জন্য  বাজারের দিকে যাচ্ছিল , এ সময় আবারও  রানা শক্ত লাঠি দিয়ে উপুর্যপুরি আঘাত করে তাকে হত্যা করে। তাছাড়াএ ঘটনায়  আইনি ব্যবস্থা গ্রহণের জন্য  মামলার প্রস্তুতি চলছে তিনি জানান।

এ প্রসঙ্গে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মইনুদ্দিন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ  উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য  বরকে প্রেরণ করা হয়েছে। তবে রানা  থানায় আত্মসমর্পণ করে এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে  দায় স্বীকার করেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির পরেও গাজায় ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
অর্ধশতাব্দী পেরিয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান: উলিপুরের ডালিমা পঞ্চানন পলাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টেকসই ভবনের দাবি এলাকাবাসীর
দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশ-মালদ্বীপ অংশীদারিত্বের নতুন অধ্যায় সূচিত
কালীগঞ্জে কৃষি জমিতে অবৈধ বালি ভরাটে ভ্রাম্যমাণ আদালতের সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায়
কালীগঞ্জে সিআইডি কর্মকর্তার ছদ্মবেশে অপহরণ, গ্রেফতার ২
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

নভেম্বরে ২ ম্যাচ খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও সূচি ঘোষণা
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হলো জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, মঞ্চে প্রধান উপদেষ্টা
সংসদ ভবন এলাকায় সংঘর্ষ, অবস্থান নিয়েছে সেনাবাহিনী
বাংলাদেশ আহলে হাদিস তাবলীগের জাতীয় ইজতেমা প্রতিবন্ধকতার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সভা
হাইকোর্টের ৬৬টি বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com