প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৭:০৯ পিএম (ভিজিট : ১৬০)

লক্ষ্যটা খুব বড় দিতে পারেনি বাংলাদেশ। ২০৮ রানের টার্গেটে প্রতিপক্ষকে আটকাতে হলে শুরুটা ভালো প্রয়োজন বাংলাদেশের। কিন্তু সেটা পারেনি।
উল্টো ওপেনিংয়ে ৫১ রানের জুটি গড়েন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার।
উদ্বোধনী জুটি ভাঙতে যখন মরিয়া বাংলাদেশ তখন বল হাতে নিয়েই সাফল্য এনে দেন রিশাদ হোসেন। নিজের প্রথম ওভারের ষষ্ঠ বলে অ্যালিক অ্যাথানাজেকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে।
ব্যক্তিগত ২৭ রানে অ্যাথানাজেকে ফেরালেও ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা টেনে ধরতে পারেননি বাংলাদেশের বোলাররা। কেননা ইতিমধ্যে ১৭ ওভার শেষে ১ উইকেটে ৭৫ রান তুলেছে তারা।
প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯ রান করা ব্র্যান্ডন কিংয়ের সঙ্গে মাঠে আছেন ৬ রান করা কেসি কার্টি। জয়ের জন্য ক্যারিবিয়ানদের দরকার ১৩৩ রান।
এর আগে টেস্ট স্টাইলে ব্যাটিং করে প্রথম ওয়ানডেতে ২০৭ রানে অলআউট হয় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ফিফটি করেছেন তাওহিদ হৃদয়।
তার ৫১ রানের বিপরীতে অভিষেক ম্যাচ খেলতে নেমে ৪৬ রান করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন।