প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৫:১৪ পিএম (ভিজিট : ২৪০)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে ভোটকেন্দ্রে তখনো সারিতে থাকা ভোটারদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়।
প্রধান নির্বাচন কমিশনার মো. মনির উদ্দিন জানান, “ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।” তার মতে, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর ব্যালট পৃথক করে সংশ্লিষ্ট ডিন কার্যালয়ে নেওয়া হয়, যেখানে ক্যামেরার সামনে ভোট গণনার কার্যক্রম শুরু হবে।
নির্বাচনকে ঘিরে দিনভর ছিল ভোটারদের মাঝে উচ্ছ্বাস ও উদ্দীপনা। শিক্ষার্থীরা দীর্ঘদিন পর এ ধরনের একটি নির্বাচনে অংশগ্রহণ করায় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
তবে ভোটগ্রহণে কিছু অনিয়মের অভিযোগও উঠেছে। ছাত্রদলসহ কয়েকটি প্যানেল অভিযোগ করেছে, সই ছাড়া ব্যালট পেপারে ভোট দেওয়া, অমোচনীয় কালি উঠিয়ে ফেলা এবং ভোটগ্রহণে অব্যবস্থাপনা দেখা গেছে। এসব অভিযোগ নির্বাচন কমিশনের কাছে লিখিত আকারে জমা দেওয়ার কথাও জানিয়েছে কয়েকটি প্যানেল।
এদিকে ভোটগ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রগুলোর বাইরে ফলাফল জানতে প্রার্থী ও তাদের সমর্থকেরা অপেক্ষা করছেন। কিছু কেন্দ্রে ইতোমধ্যে ব্যালট গোনার কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।
চাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের এই অংশগ্রহণ ও আগ্রহ বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এখন সবার দৃষ্টি চূড়ান্ত ফলাফলের দিকে।