বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫ ৩১ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


শিক্ষা
সাত কলেজ নিয়ে গুজব ছড়ানো মোটেই কল্যাণকর নয়: শিক্ষা উপদেষ্টা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩:৫৮ পিএম   (ভিজিট : ৫২)

সাত কলেজ নিয়ে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হবে। তবে কিছুটা ভুল বোঝাবুঝি ও ভুল তথ্য ছড়ানো হয়েছে। সেগুলো নিয়ে নানা রকম দ্বিধা দ্বন্দ্ব রয়েছে। বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে যেটা মোটেই কল্যাণকর নয় বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি.আর. আবরার।

তিনি বলেন, এটা খুব চ্যালেঞ্জিং কাজ৷ আমরা দ্রুততার সাথে স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করবো৷ সম্ভব নিয়ম নীতি ও উৎসাহের মধ্য দিয়ে আমরা এটা করছি।

আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। এ সময় শিক্ষা সচিব রেহেনা পারভীনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাত কলেজ নিয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, বাস্তবতার প্রেক্ষিতেই সাত কলেজ নিয়ে উদ্যোগটা নেওয়া হয়েছে। অবশ্যই সাত কলেজের ছাত্র-ছাত্রীদের দাবি-দাওয়ার প্রেক্ষিতেই উদ্যোগটা নেওয়া হয়েছে।  

তিনি বলেন, এই সমস্যা সমাধানের জন্য সিরিজ সভা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে। মন্ত্রণালয় ও ইউজিসি খুব নিবিড়ভাবে কাজ করেছিল। যেখানে এমন কোনো অংশীদার ছিল না যে যারা অংশ নেননি। ইউজিসি থেকে আমাকে বলা হয়েছে সেগুলোর লিখিত ও অডিও ডকুমেন্টস আছে।

উপদেষ্টা আবরার বলেন, সেই প্রতিবেদন একটা বড় বিষয় হলো কোনো বিশ্ব বিদ্যালয় করতে হলে একটা আইন প্রনয়ন করতে হয়। ওই রিপোর্টের ওপর ভিত্তি করে ইউজিসি একটা আইন প্রণয়ন করে আমাকে দিয়েছেন। যে কোনো আইন সেগুলোকে ইয়ে করার জন্য কয়েকটা ধাপ থাকে৷ রা এমন একটা ধাপে আছি। আমো সাড়ে ৪ হাজারের মতো মতামত নিয়েছি অনলাইনে। এছাড়াও লিখিতভাবে বিভিন্ন লোকজন আমাদের কাছে মতামত দিয়েছেন। সেগুলো গত ১৫ থেকে ২০ দিন ধরে যাইবাছাইয়ের  করছে মন্ত্রণালয়ের ১২ জন। আশা করছি আগামী ২০,২১ ও ২২ অক্টোবর সভার দিন নির্ধারণ করা হয়েছে, সেখানে এসকল মতামত আমরা উপস্থাপন করবো। তারপর আলাপ আলোচনা করে ড্রাফট করে আইন মন্ত্রণালয়ে ভেটিংএর জন্য পাঠাবো।

উপদেষ্টা বলেন, এ বিষয়টি নিয়ে দ্রুততার সাথে স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে চূড়ান্ত করবো৷ যতটুকু সম্ভব নিয়ম নীতি ও উৎসাহের মধ্য দিয়ে আমরা এটা করছি। এটা খুব চ্যালেঞ্জিং কাজ।










আরও খবর


 সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম ইপিজেডে আগুন বাড়ছে, আশপাশের কারখানাগুলো ঝুঁকিতে
ঝিনাইগাতীর দুঃখ ভাঙনপ্রবণ মহারশি নদীর দুই পাড়ে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ ও স্মারকলিপি প্রদান
ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
পুত্রসন্তানের বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ
ছোট্ট কন্যাশিশু হুমাশা’র চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় যুবদল নেতা আহত
ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের সাথে জোট হবে: সারজিস আলম
কালীগঞ্জে পৃথক অভিযানে ছয় মাদক কারবারি আটক
মৃতদেহ শনাক্ত হলে দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে
খেললেন মেসি, পুয়ের্তো রিকোকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com