বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫ ৩১ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


শিক্ষা
শতভাগ পাসের লোভে শিক্ষার্থী বাদ দেওয়া অমানবিক ও অনৈতিক: ঢাকা বোর্ড চেয়ারম্যান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১০:৪৯ এএম   (ভিজিট : ৫১)

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির বলেছেন, একজন শিক্ষার্থী ১২ বছর ধরে পড়াশোনা করে, এসএসসি পর্যন্ত ভালো ফল করে, উচ্চমাধ্যমিকে ভর্তি হয়- অথচ নির্বাচনী পরীক্ষায় কিছুটা কম করলেই তাকে টিসি (ছাড়পত্র) দিয়ে দেওয়া হয়, এটি অমানবিক ও দায়িত্বহীন আচরণ।

বুধবার (১৬ অক্টোবর) ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।

প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির বলেন, অনেক বিশেষায়িত ও নামকরা কলেজে দেখা যাচ্ছে, শিক্ষার্থীকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে যাতে শতভাগ পাসের হার বজায় থাকে। কেউ টেস্ট পরীক্ষায় ৫৫ শতাংশ নম্বর পেলেও তাকে ফেল ঘোষণা করা হচ্ছে, কারণ প্রতিষ্ঠানটি নিজেদের পাস রেট ১০০ শতাংশ দেখাতে চায়। এটি শিক্ষার্থীদের প্রতি অন্যায়।

তিনি বলেন, যে শিক্ষার্থী মার্জিনাল পর্যায়ে আছে, সে হয়তো পরবর্তী কয়েক মাসে প্রস্তুতি নিয়ে ভালো করতে পারবে। কিন্তু শুধু অনুমান বা পূর্বাভাসের ভিত্তিতে তাকে বাদ দেওয়া দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। আমরা এ ধরনের প্রতিষ্ঠান চিহ্নিত করছি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছি।

তিনি বলেন, যে টিসি দেওয়া হয়, সেটি বাস্তবায়ন না করা ওই প্রতিষ্ঠানেরই দায়। কারণ, শিক্ষার্থী কেন কম করেছে- সেটা বোঝা ও সংশোধনের দায়িত্ব প্রতিষ্ঠানের। কিন্তু অনেক প্রতিষ্ঠান নিজের দায় এড়িয়ে ছাত্রের ওপর দোষ চাপাচ্ছে। আমরা চাই না পাসের হার নিয়ে অসুস্থ প্রতিযোগিতায় পড়ে শিক্ষার্থীরা পদদলিত হোক।

সভায় ঢাকা মহানগরী ও জেলা পর্যায়ের ফলাফলের বৈষম্য নিয়েও আলোচনা হয়। চেয়ারম্যান জানান, শরীয়তপুরে পাসের হার ৪২ শতাংশ, গোপালগঞ্জে ৪২.২৮, কিশোরগঞ্জে ৪৮.৫, টাঙ্গাইলে ৪৪ এবং মানিকগঞ্জে ৪৫ শতাংশ। আরবান ও রুরাল অঞ্চলের মধ্যে এখনো বড় পার্থক্য রয়েছে। এর পেছনে শিক্ষকসংখ্যার ঘাটতি, সুযোগ-সুবিধার অভাব এবং শিক্ষার মানে বৈষম্য দায়ী।

প্রফেসর এহসানুল কবির বলেন, আমাদের এখন উপজেলা পর্যায়ে গিয়ে আরও বিশ্লেষণ করতে হবে- কোথায় ঘাটতি, কোথায় শিক্ষক সংকট। এই কাজ আমরা শুরু করেছি।

এর আগে, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি বোর্ডে গড় পাসের হার পাসের হার ৫৮.৮৩ শতাংশ।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ঝিনাইগাতীর দুঃখ ভাঙনপ্রবণ মহারশি নদীর দুই পাড়ে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ ও স্মারকলিপি প্রদান
ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
পুত্রসন্তানের বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ
ছোট্ট কন্যাশিশু হুমাশা’র চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
বসুন্ধরা স্পোর্টস সিটিতে শেষ হলো স্কোয়াশ চ্যাম্পিয়নশীপ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় যুবদল নেতা আহত
ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের সাথে জোট হবে: সারজিস আলম
কালীগঞ্জে পৃথক অভিযানে ছয় মাদক কারবারি আটক
মৃতদেহ শনাক্ত হলে দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে
খেললেন মেসি, পুয়ের্তো রিকোকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com