শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫ ১ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


রাজনীতি
বিএনপি ইসলামবিদ্বেষী নয়, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী: সালাহউদ্দিন আহমদ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৭:১৮ পিএম   (ভিজিট : ৯২)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল, ইসলামবিদ্বেষী নয়। কেউ যদি বলে বিএনপি ইসলামবিদ্বেষী, সেটা নিঃসন্দেহে অপপ্রচার।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের পটিয়ার আল জামিয়াতুল আরাবিয়া ইসলামিয়া জিরি মাদ্রাসা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিষ্ঠাতা শাহ মোহাম্মদ তৈয়ব (রহ.)-এর কবর জিয়ারত করেন।

সাংবাদিকদের সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে আমরা ৯০ থেকে ৯২ ভাগ মুসলমান, বাকিরা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য ধর্মাবলম্বী। আমরা সবাই এই দেশের নাগরিক। ইসলামের শিক্ষা হচ্ছে—সব নাগরিকের নিরাপত্তা ও ধর্মীয় অধিকার নিশ্চিত করা। সম্প্রীতির এই বন্ধন অটুট রাখতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের নামের সঙ্গে ‘ইসলাম’ শব্দ থাকলেই তারা ইসলামের মালিক হয়ে যায় না। রাজনৈতিক কারণে ধর্মের ব্যবহার বন্ধ করতে হবে। কেউ যেন ক্ষমতার জন্য বা দুনিয়াবি উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার না করে। কেউ কেউ বলে, অমুক দল পরাজিত হলে ইসলাম পরাজিত হবে। ‘নাউজুবিল্লাহ! এটি ভ্রান্ত ধারণা। কোনো দলের নামে ‘ইসলাম’ শব্দ থাকা মানেই সেই দলই ইসলাম নয়।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমাদের দল ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। বিএনপি ক্ষমতায় থাকাকালে সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করা হয় এবং আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সুতরাং বিএনপি ইসলামবিদ্বেষী—এই অভিযোগ নিছক রাজনৈতিক অপপ্রচার।

তিনি আরও যোগ করেন, ইসলামবিদ্বেষী শক্তির পতন ঘটেছে, আওয়ামী লীগের পতন ঘটেছে। আল্লাহ যার যার কর্ম অনুযায়ী বিচার করবেন। আমরা বহু আগেই বলেছিলাম, ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী আওয়ামী লীগ কখনো শান্তি আনতে পারবে না, ক্ষমতাও ধরে রাখতে পারবে না। শাপলা চত্বরে অসংখ্য আলেম-ওলামা শাহাদাতবরণ করেছেন—তাদের রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র আমাদের রক্ষা করতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যৎ প্রজন্ম যেন গণতন্ত্রের জন্য আর জীবন না দেয়, সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক কারণে যেন কেউ সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, আমরা আলেম-ওলামাদের সঙ্গে দেখা করছি ইসলাম বা ভোটের রাজনীতি নয়, বরং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের উদ্দেশ্যে। যেখানে সব শ্রেণি-পেশার মানুষ একসাথে বসে নীতি ও আইন নির্ধারণ করবে। এতে আইন সবার জন্য প্রযোজ্য হবে, বাস্তবায়নও সহজ হবে।

বিএনপির এই নেতা বলেন, আমরা জাতির মধ্যে কোনো বিভাজন চাই না, ধর্মের নামে, ভাষার নামে বা জাতিগত কারণে নয়। আমাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক সরকারব্যবস্থা কায়েম করা এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে একটি সমতাভিত্তিক রাষ্ট্র গড়া।

সালাহউদ্দিন আহমদের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ মীর হেলাল উদ্দিন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, পটিয়ার সাবেক সংসদ সদস্য গাজী শাহজাহান জুয়েল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক আলী আব্বাস, রেজাউল করিম নেছার, সাইফুদ্দীন সালাম মিঠু, সদস্য এনামুল হক এনাম, জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী, পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভার সদস্য সচিব গাজী আবু তাহের, ছাত্রদল নেতা গাজী মনির ও তারেক রহমান, এস এম নয়নসহ দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বরা।

পরে দুপুর ১টার দিকে তিনি দেশের আরেক বৃহত্তর কওমী মাদ্রাসা আল জামিয়া আল ইসলামিয়া জমিরিয়া কাসেমুল উলুম মাদ্রাসা পরিদর্শন করেন। এসময় তিনি মাদ্রাসার মাকামে আজিজিয়াতে প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক (রহ:) সহ মুরব্বিদের কবর জেয়ারত করেন। পরে তিনি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

মাদ্রাসার মুহতামিম আল্লামা আবু তাহের নদভীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পটিয়ার সাবেক সাংসদ গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল ইসলামাবাদী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াসহ বিএনপির জেলা, উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম ইপিজেডে আগুন বাড়ছে, আশপাশের কারখানাগুলো ঝুঁকিতে
ঝিনাইগাতীর দুঃখ ভাঙনপ্রবণ মহারশি নদীর দুই পাড়ে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ ও স্মারকলিপি প্রদান
ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
পুত্রসন্তানের বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ
ছোট্ট কন্যাশিশু হুমাশা’র চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় যুবদল নেতা আহত
ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যারা কাজ করবে তাদের সাথে জোট হবে: সারজিস আলম
কালীগঞ্জে পৃথক অভিযানে ছয় মাদক কারবারি আটক
মৃতদেহ শনাক্ত হলে দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে
খেললেন মেসি, পুয়ের্তো রিকোকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com