প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৮:১৫ পিএম (ভিজিট : ৬৪)

গাজীপুরের কালীগঞ্জে শারীরিক প্রতিবন্ধী শিশুসহ মোট ১৬ জনকে হুইল চেয়ার এবং ৫টি স্বেচ্ছাসেবী সংস্থাকে আর্থিক অনুদান প্রদান করেছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাজীপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরের সহায়ক উপকরণ কর্মসূচির আওতায় এ অনুদান প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তুমলিয়া ইউনিয়নের বোয়ালী গ্রামের হাবিবুর রহমান খান, দক্ষিণ রাজনগরের ইতি বেগম, বর্ত্তুলের মো. জাহিদ, মানিকপুরের আয়শা সিদ্দিকা প্রীতি, চুয়ারিখোলার মজিদা বেগম, উত্তর রাজনগরের বীর মুক্তিযোদ্ধা মোস্তফা দেওয়ান, নাগরীর তেতুইবাড়ির প্রয়ন ক্রশ, ছাইতান দক্ষিণপাড়ার হাসি রেবেকা রোজারিও, বক্তারপুরের ভাটিরা গ্রামের আল রাফি সোহান, নুর আক্তার, ফুলদীর মো. রিহান, মোক্তারপুরের লিমা আক্তার, জাঙ্গালিয়ার পুনসহি গ্রামের রাহাদ ইসলাম সাইমান, কৌচানের গৌতম চন্দ্র পাল, মাজুখানের জায়েদা খাতুন ও সাদিয়া আক্তার ইভাকে হুইল চেয়ার প্রদান করেন।
এছাড়াও চরবাঘুন গণপাঠাগার ও সমাজকল্যাণ সংঘ, কালীগঞ্জ কল্যাণ সংস্থা, কালীগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, জেনারেশন স্পোর্টিং ক্লাব এবং চুয়ারিখোলা জন উন্নয়ন সংস্থা– এই পাঁচটি সংগঠনের প্রত্যেকটিকে ৩৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।