রবিবার ৯ নভেম্বর ২০২৫ ২৫ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
ভারত থেকে অস্ত্র ও মাদক এনে বিক্রি করত কুমিল্লায়, গ্রেফতার ২
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৮:১২ পিএম   (ভিজিট : ২২৪)

কুমিল্লায় অস্ত্র, গুলি, ইয়াবা ও বিয়ারসহ দুইজন অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার দুই যুবকের মধ্যে একজনের বিরুদ্ধে ১৮টি ও অপর একজনের বিরুদ্ধে ৫টি  অস্ত্র ও মাদক মামলা রয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) কুমিল্লা র‍্যাব-১১ সিপিসি-২এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। কুমিল্লা র‍্যাব-১১ সিপিসি-২এর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

মেজর সাদমান বলেন, সোমবার (১৩ অক্টোবর) দিবাগত গভীর রাতে ভাটকেশ্বর গ্রামে অভিযান চালিয়ে দুই যুবককে একটি বিদেশী পিস্তল,৩ রাউন্ড গুলি একটি ম্যাগজিন, বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই যুবকের মধ্যে অস্ত্র ও মাদক আইনে রিয়াদের বিরুদ্ধে ১৮ টি ও মামুনের বিরুদ্ধে ৫ টি মামলাস রয়েছে।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, অভিযানে গ্রেফতার দুইজন একাধিক মামলার এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত আসামি। তারা হলেন- রিয়াদ হোসেন (২৯) ও তার সহযোগী  মামুন মিয়া (২৯)। রিয়াদ হোসেন কুমিল্লা সদর উপজেলার ভাটকেশ্বর গ্রামের জসিমের ছেলে। অপর যুবক মামুন মিয়া একই গ্রামের মৃত মঞ্জিল মিয়ার ছেলে।

সংবাদ সম্মেলনে র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জেনেছি আসামিরা পাশ্ববর্তী দেশ ভারত থেকে অস্ত্র ও মাদক এনে কুমিল্লার বিভিন্ন এলাকায় বিক্রি করত। তার দখলে থাকা অস্ত্র ব্যবহার করে সে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ডাকাতি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। অপর গ্রেফতার আসামি মামুন মিয়া রিয়াদ হোসেনের সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধে সহায়তা করত। এছাড়া পৃথক আরেকটি অভিযানে র‌্যাব ৮৫ বোতল স্কাফ ও ৫ কেজি গাঁজা উদ্ধার করে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চব্বিশের শহীদ পরিবারের সদস্যরা
কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছোট্ট শিশু মরিয়ম ও ইসমাইলের দায়িত্ব নিলেন তারেক রহমান
কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান
সহকারী শিক্ষকদের একবারে দশম গ্রেডে আসার কোনো যুক্তিই নেই
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

পদত্যাগ করছেন সালাউদ্দিন
প্রগতি সরণিতে পাইপলাইনের কাজ শুরু করছে ওয়াসা, তীব্র যানজটের আশঙ্কা
স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
ওহাইও অঙ্গরাজ্যের প্রথম মুসলিম নারী বিচারক হলেন বাংলাদেশী আমেরিকান আজমেরী হক লিন্ডা
ইউক্রেনে গিয়ে বিপাকে অ্যাঞ্জেলিনা জোলি
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com