বুধবার ১৫ অক্টোবর ২০২৫ ৩০ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
কালীগঞ্জে কাপড়ের দোকানে আগুন, ক্ষতি ৪০ লক্ষাধিক টাকার
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৮:১৪ পিএম   (ভিজিট : ৬৫)

গাজীপুরের কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন রায়হান মার্কেটের নিউ এক্সপোর্ট জেন্টস অ্যান্ড লেডিস ফ্যাশন নামের একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

দোকানের মালিক মো. মাসুম জানান, গত রোববার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। পরদিন সোমবার রাত প্রায় পৌনে ৩টার সময় খবর পান যে তার দোকানে আগুন লেগেছে। ঘটনাস্থলে এসে তিনি দোকানের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তিনি আরও জানান, আগুনে দোকানের সমস্ত কাপড় ও মালামাল পুড়ে গেছে, ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০ লক্ষাধিক টাকা। পাশের বিসমিল্লাহ সুজ নামের জুতার দোকানটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দোকানের মালিক মো. সেলিম মিয়া জানিয়েছেন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর অনুপ কুমার সিংহ বলেন, “আমরা প্রাথমিকভাবে ধারণা করছি শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে আগুন অন্য দোকানে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শেরপুর সীমান্তে থামছে না বালু চুরি
গাজীপুর রেড ক্রিসেন্ট সোসাইটিতে হযবরল অবস্থা
কালীগঞ্জে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও সংস্থাগুলোর মাঝে আর্থিক অনুদান প্রদান
কালীগঞ্জে কাপড়ের দোকানে আগুন, ক্ষতি ৪০ লক্ষাধিক টাকার
ভারত থেকে অস্ত্র ও মাদক এনে বিক্রি করত কুমিল্লায়, গ্রেফতার ২
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কুমিল্লা কালিয়াজুড়িতে মাদ্রাসার আড়ালে ভয়ঙ্কর প্রতারণা ও আধ্যাত্মিক বাণিজ্য!
পাকিস্তানের সঙ্গে লড়াই ‘আপাতত স্থগিত’ ঘোষণা: আফগান পররাষ্ট্রমন্ত্রী
জয়ে ফেরার চ্যালেঞ্জে বাংলাদেশের সামনে দক্ষিণ আফ্রিকা
এখনো আতঙ্কে ফিলিস্তিনিরা, যুদ্ধবিরতির সফলতা নিয়ে সন্দিহান
নভেম্বরেই গণভোট আয়োজনের দাবি জামায়াতের
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com