প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১২:৩৬ পিএম (ভিজিট : ৫৪)

আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে মাস দুয়েক আগে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। লম্বা সফর শেষে টাইগার যুবারা গত মাসে ইংল্যান্ডে গিয়েছিল। সেখানে স্বাগতিকদের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। ফলে ১-১ সমতা নিয়ে ফিরেছিল তামিমের দল।
বর্তমানে রাজশাহীতে রয়েছে বাংলাদেশ যুব দলের ক্রিকেটাররা। আফগানিস্তান সিরিজ সামনে রেখে সেখানেই তারা নিয়মিত অনুশীলন করছে। আগামী ২০ অক্টোবর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ওই সিরিজের প্রথম ম্যাচ হবে ২৮ অক্টোবর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ হবে ৩১ অক্টোবর। সিরিজের বাকি তিন ম্যাচ যথাক্রমে ৩, ৬ এবং ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহী স্টেডিয়ামে।
এদিকে চলতি বছরেই রয়েছে যুব এশিয়া কাপের আসর। যা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। এরপর জানুয়ারিতে জিম্বাবুয়ের মাটিতে পর্দা উঠবে যুব বিশ্বকাপের।