বুধবার ১৫ অক্টোবর ২০২৫ ৩০ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
ত্রিশালে ধানের শীষ প্রতীক নিয়ে কটুক্তি
প্রতিবাদে মানববন্ধনে দৃষ্টামূলক শাস্তির দাবী কর্মী-সমর্থকদের
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৮:০৮ পিএম   (ভিজিট : ৮১)

ধানের শীষ প্রতীক নিয়ে কটুক্তিকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূইয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ত্রিশাল পৌর শহরের মেইন রোডে ত্রিশাল উপজেলার সর্বস্তরের জাতীয়তাবাদী দলের কর্মী সমর্থকদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে জেলা ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের কাছে এনামুল হক ভূইয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদ আমিন বলেন, গত পরশুদিন বিএনপির একটি সভায় উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূইয়ার কুরুচিপূর্ণ বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলপাড় শুরু হয়েছে। তাঁর বক্তব্যে বলেন ‘কিসের ধানের শীষ’! শহীদ জিয়াউর রহমানের একজন কর্মীও এমন কথা বলতে পারে না। কারণ ধানের শীষ গণতন্ত্রের প্রতীক, মানবতার প্রতীক। গত ১৭ বছর যারা জেল-জুলুম ও হুলিয়া মাথায় নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে সে আন্দোলনের প্ররণা ছিল ধানের শীষ। তাঁর এ কুটুক্তির কারণে বিএনপির নেতা-কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তিনি জেলা ও কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদ আমিন, সাখুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া, ময়মনসিংহ দক্ষিণ জেলা উলামা দলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন শামীম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সাব্বির আহমেদ রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন প্রমূখ।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শেরপুর সীমান্তে থামছে না বালু চুরি
গাজীপুর রেড ক্রিসেন্ট সোসাইটিতে হযবরল অবস্থা
কালীগঞ্জে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও সংস্থাগুলোর মাঝে আর্থিক অনুদান প্রদান
কালীগঞ্জে কাপড়ের দোকানে আগুন, ক্ষতি ৪০ লক্ষাধিক টাকার
ভারত থেকে অস্ত্র ও মাদক এনে বিক্রি করত কুমিল্লায়, গ্রেফতার ২
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কুমিল্লা কালিয়াজুড়িতে মাদ্রাসার আড়ালে ভয়ঙ্কর প্রতারণা ও আধ্যাত্মিক বাণিজ্য!
পাকিস্তানের সঙ্গে লড়াই ‘আপাতত স্থগিত’ ঘোষণা: আফগান পররাষ্ট্রমন্ত্রী
জয়ে ফেরার চ্যালেঞ্জে বাংলাদেশের সামনে দক্ষিণ আফ্রিকা
এখনো আতঙ্কে ফিলিস্তিনিরা, যুদ্ধবিরতির সফলতা নিয়ে সন্দিহান
নভেম্বরেই গণভোট আয়োজনের দাবি জামায়াতের
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com