প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৮:৩৩ পিএম (ভিজিট : ৪৭)

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ — এই প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিম সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ভূঁইয়া, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর ই জান্নাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন,
“ভৌগোলিক অবস্থানের কারণে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। গত দুই দশকে দেশে প্রায় ১৮৫টি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে, যার ফলে উপকূলীয় ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ মোকাবিলায় আমাদের প্রশিক্ষিত মানবসম্পদ তৈরি করতে হবে এবং স্মার্ট প্রযুক্তি ব্যবহারে আরও বেশি গুরুত্ব দিতে হবে।”
দিবসটি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি থেকে সবাইকে সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।