মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫ ২৯ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়ে বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৭:০১ পিএম   (ভিজিট : ২৯)

হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে ৫০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম ছিল কানায় কানায় পরিপূর্ণ। সেখানে লাল জার্সিধারীদেরই আধিক্য। প্রতিকূল পরিবেশে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ প্রথমার্ধে ভালো করতে পারেনি। উল্টো পেনাল্টি থেকে গোল হজম করে ১-০-তে পিছিয়ে থেকে ড্রেসিং রুমে গেছে হাভিয়ের কাবরেরা।

মঙ্গলবার শুরু থেকে ভালোই চাপ সামলে লড়াই করতে থাকে বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচে তিনটি পরিবর্তন রেখে একাদশ সাজান কাবরেরা। জায়ান আহমেদ, শমিত শোম ও তপু বর্মণ রয়েছেন একাদশে। নেই ফয়সাল আহমেদ ফাহিম, তাজ উদ্দিন ও মোহাম্মদ সোহেল রানা। অধিনায়ক জামাল ভূঁইয়াও খেলছেন না শুরু থেকে।

রক্ষণ সামলে বাংলাদেশ বারকয়েক প্রতিপক্ষের সীমানায় গিয়েও সুবিধা করতে পারেনি। ৫-৪-১ ছকে কিংবা তা ভেঙে মিডফিল্ড কিংবা আক্রমণে রাকিবের সঙ্গে মোরসালিন যোগ হয়েও কাজের কাজ কিছু হয়নি। বরং হংকং দেখে শুনে খেলে আক্রমণ করেছে।

২২ মিনিট বল নিয়ে দারুণ ক্ষিপ্রতায় এগিয়ে যাওয়া শমিতকে পেছন থেকে জার্সি ধরে টেনে ফেলে দিয়েছিলেন হংকংয়ের এক ডিফেন্ডার। বক্সের একটু ওপর থেকে হামজার নেওয়া ফ্রিকিক রক্ষণ দেয়ালে লেগে বাইরে গেলে আর কিছু হয়নি। ৩৩ মিনিটে পেনাল্টি পায় হংকং। তারিক কাজী ফেলে দেন ফেরনান্দো পেরেরাকে। জাপানের রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে সময় নেননি। স্পটকিক থেকে ম্যাট অর গেলকিপারের বিপরীত দিক দিয়ে জাল কাঁপান।
শেষ দিকে এসে তাদের একজনের প্রচেষ্টায় ব্যবধান বাড়েনি। বাংলাদেশও সুযোগ তৈরি করে লক্ষ্যে শট নিতে পারেনি। এক গোলে পিছিয়ে থেকে ড্রেসিং রুমের পথে হেঁটেছে।

বাংলাদেশ একাদশ :
মিতুল মারমা (গোলকিপার), জায়ান আহমেদ, তপু বর্মণ (অধিনায়ক), শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শমিত সোম, সোহেল রানা সিনিয়র, শেখ মোরসালিন ও রাকিব হোসেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শেরপুর সীমান্তে থামছে না বালু চুরি
গাজীপুর রেড ক্রিসেন্ট সোসাইটিতে হযবরল অবস্থা
কালীগঞ্জে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও সংস্থাগুলোর মাঝে আর্থিক অনুদান প্রদান
কালীগঞ্জে কাপড়ের দোকানে আগুন, ক্ষতি ৪০ লক্ষাধিক টাকার
ভারত থেকে অস্ত্র ও মাদক এনে বিক্রি করত কুমিল্লায়, গ্রেফতার ২
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

পাকিস্তানের সঙ্গে লড়াই ‘আপাতত স্থগিত’ ঘোষণা: আফগান পররাষ্ট্রমন্ত্রী
কুমিল্লা কালিয়াজুড়িতে মাদ্রাসার আড়ালে ভয়ঙ্কর প্রতারণা ও আধ্যাত্মিক বাণিজ্য!
জয়ে ফেরার চ্যালেঞ্জে বাংলাদেশের সামনে দক্ষিণ আফ্রিকা
এখনো আতঙ্কে ফিলিস্তিনিরা, যুদ্ধবিরতির সফলতা নিয়ে সন্দিহান
নভেম্বরেই গণভোট আয়োজনের দাবি জামায়াতের
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com