
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চলছে মর্যাদার লড়াই। সিরিজ ইতোমধ্যে ২–০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে আফগানিস্তান। তাই আজ আবু ধাবিতে অনুষ্ঠিত শেষ ওয়ানডেতে লক্ষ্য একটাই- হোয়াইটওয়াশ এড়ানো।
আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি আজও টসে ভাগ্যবান। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, আগের দুটি ম্যাচের মতোই। সিরিজে হোয়াইটওয়াশ নিশ্চিত করতে এই ম্যাচেও জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছে আফগানিস্তান।
বাংলাদেশ একাদশে এসেছে বড় রদবদল। চার পরিবর্তন এনে আজকের ম্যাচে নতুন চেহারায় নামছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি। একাদশে ফিরেছেন নাইম শেখ, শামীম হোসেন পাটোয়ারি, পেসার হাসান মাহমুদ ও তরুণ নাহিদ রানা। বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম, জাকের আলী, তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশেও এসেছে দুই পরিবর্তন। চোটের কারণে দলের বাইরে চলে গেছেন অভিজ্ঞ ব্যাটার রহমত শাহ। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ইকরাম আলি খিল। অন্যদিকে বোলিংয়ে বশির আহমেদের বদলে মাঠে নামছেন বিলাল সামি।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অতল, ইকরাম আলি খিল, হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নানগেলিয়া খারোতে, এ এম গজনফর, বিলাল সামি।