মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫ ২৯ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
দুই গোলে এগিয়ে থেকেও জাপানের কাছে হার ব্রাজিলের
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৭:০৩ পিএম   (ভিজিট : ২৯)

জাপানের ফুটবলে নতুন ইতিহাস রচিত হলো। প্রথমবারের মতো ব্রাজিলকে হারাল সামুরাই ব্লু’সরা। টোফুর মাঠে যেন আগুনের মতো ছড়িয়ে পড়েছিল জাপানি ফুটবলারদের উদ্যম— ফল, ২-০ ব্যবধান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ জয়ের উল্লাসে ভাসল হজিমে মোরিয়াসুর দল।

ম্যাচের শুরুটা ছিল সম্পূর্ণ ব্রাজিলের দখলে। প্রথমার্ধে কার্লো আনচেলত্তির দল খেলছিল যেন অনুশীলন ম্যাচের মতো স্বাচ্ছন্দ্যে। ২৫তম মিনিটে ব্রুনো গিমারায়েশের নিখুঁত পাস থেকে গোল করেন রাইটব্যাক পাওলো হেনরিক। ছয় মিনিট পরই লুকাস পাকেতার চমৎকার চিপে বল পেয়ে ভলিতে জাল খুঁজে নেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। প্রথমার্ধ শেষে ২-০ তে এগিয়ে ছিল সেলেসাওরা।

কিন্তু দ্বিতীয়ার্ধে যেন পুরো ম্যাচের ছবি পাল্টে গেল। ৫১তম মিনিটে ফ্যাব্রিসিও ব্রুনোর ভুলে সুযোগ পেয়ে গোল করেন তাকুমি মিনামিনো। এই গোলই বদলে দেয় ম্যাচের গতি ও মেজাজ। এরপর ৬১তম মিনিটে ইতোর ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন ব্রুনো নিজেই, তবে পরে সেই গোল কেইতো নাকামুরাকে দেওয়া হয়। সমতায় ফিরে আত্মবিশ্বাসে ভরপুর জাপান শেষ আঘাত হানে ৭৫তম মিনিটে— ইতোর কর্নার থেকে মাথা ছুঁইয়ে জালের ঠিকানা খুঁজে নেন সেন্টার ফরোয়ার্ড আয়াসে উএদা।

শেষ মুহূর্তে একের পর এক আক্রমণে গোল খুঁজেছে আনচেলত্তির ব্রাজিল, কিন্তু জাপানের গোলরক্ষক জিওন সুজুকি যেন অটল প্রাচীর হয়ে দাঁড়ালেন। রিচার্লিসন, পাকেতা, কিংবা ভিনি জুনিয়র— কারও চেষ্টাই সফল হয়নি।

এই জয়ে জাপানের ফুটবলে নতুন অধ্যায় শুরু হলো— প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে সফল জাতীয় দলকে হারানোর গৌরব তাদের। অন্যদিকে, টানা ভালো পারফরম্যান্সের পর এই হারে প্রশ্ন উঠেছে আনচেলত্তির পরিকল্পনা ও ব্রাজিলের ডিফেন্সিভ স্ট্রাকচারের ওপর।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শেরপুর সীমান্তে থামছে না বালু চুরি
গাজীপুর রেড ক্রিসেন্ট সোসাইটিতে হযবরল অবস্থা
কালীগঞ্জে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও সংস্থাগুলোর মাঝে আর্থিক অনুদান প্রদান
কালীগঞ্জে কাপড়ের দোকানে আগুন, ক্ষতি ৪০ লক্ষাধিক টাকার
ভারত থেকে অস্ত্র ও মাদক এনে বিক্রি করত কুমিল্লায়, গ্রেফতার ২
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

পাকিস্তানের সঙ্গে লড়াই ‘আপাতত স্থগিত’ ঘোষণা: আফগান পররাষ্ট্রমন্ত্রী
কুমিল্লা কালিয়াজুড়িতে মাদ্রাসার আড়ালে ভয়ঙ্কর প্রতারণা ও আধ্যাত্মিক বাণিজ্য!
জয়ে ফেরার চ্যালেঞ্জে বাংলাদেশের সামনে দক্ষিণ আফ্রিকা
এখনো আতঙ্কে ফিলিস্তিনিরা, যুদ্ধবিরতির সফলতা নিয়ে সন্দিহান
নভেম্বরেই গণভোট আয়োজনের দাবি জামায়াতের
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com