মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫ ২৯ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
স্বর্ণার রেকর্ড ফিফটিতে প্রোটিয়াদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৫৮ পিএম   (ভিজিট : ১৬২)

জয় দিয়ে নারী বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ পরে টানা দুই ম্যাচ হেরেছে। জয়ে ফিরতে মরিয়া বাংলাদেশ আজ দারুণ করেছে। নিজেদের চতুর্থ ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের লক্ষ্য দিয়েছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল।

টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা অবশ্য ধীরগতির ছিল।

তবে শেষটা যেভাবে করল বাংলাদেশ তাতে বলাই যায় পরিকল্পনাটা এমনই ছিল। শুরুতে রানের পরিবর্তে উইকেট ধরে রাখা বাংলাদেশ দারুণ এক ফিনিশিং দিয়েছে।
এক শ রান করতে বাংলাদেশ যেখানে ৩০ ওভার খেলেছে, সেই তারাই আবার শেষ ২০ ওভারে ১৩২ রান তুলেছে। ফিনিশিংয়ে বড় অবদান স্বর্ণা আক্তারের।

পাঁচে নেমে ঝোড়ো ফিফটি করেছেন এই ব্যাটার। ১৪৫.৭১ স্ট্রাইকরেটে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ইনিংসটি সাজান সমান ৩টি করে চার-ছয়ে। ফিফটি করার পথে রেকর্ডও গড়েছেন স্বর্ণা।

এবারের বিশ্বকাপে ৩৪ বলে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। পেছনে ফেলেছেন গতকাল ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো অ্যালিসা হিলির ৩৫ বলে করা রেকর্ডকে। সঙ্গে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের দ্রুততম ফিফটিয়ানও। আগের রেকর্ডটি ছিল জ্যোতির ৩৯ বলে। আরেক ফিফটিয়ান শারমিন আক্তার সুপ্তা ম্যাচে অঙ্করের ভূমিকা পালন করেছেন।

কাঁটায় কাঁটায় ৫০ করার পর যখন হাত খুলবেন তখনই রান আউটের ফাঁদে পড়েন। তাতে থেমে যায় তার ৬ চারের ইনিংসটি। ফিফটি করার পথে তৃতীয় উইকেটে নিগার সুলতানা জ্যোতির সঙ্গে দলের সর্বোচ্চ ৭৭ রানের জুটি গড়েন তিনি। ৩২ রানে অধিনায়ক জ্যোতি ফিরলে ভেঙে যায় জুটিটি।
তার আগে ওপেনিংয়ে ৫৩ রানের জুটি গড়েন ফারজানা হক ও রুবাইয়া হায়দার ঝিলিক। ঝিলিকের ২৫ রানের বিপরীতে ৩০ রান করেন ফারজানা। আর শেষ দিকে ৮ বলে অপরাজিত ১৯ রানের ঝোড়ো ইনিংস খেলে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য এনে দিয়েছেন রিতু মণি। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন ওনকুলুলেকো এমলাবা।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ভারতের ৩ কফ সিরাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা
আফগানিস্তানের বিপক্ষে বগুড়া-রাজশাহীতে খেলবে বাংলাদেশ
ফের ছোট পর্দায় স্বস্তিকা
বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় এ সরকারের সময়ই হবে: আইন উপদেষ্টা
৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিলো ইসরায়েল
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

গুরবাজকে ফেরালেন তানজিম সাকিব
ইমকাস সভাপতি রবিউল হালিম সম্পাদক শাহরিয়ার কবির
পাকিস্তানের সঙ্গে লড়াই ‘আপাতত স্থগিত’ ঘোষণা: আফগান পররাষ্ট্রমন্ত্রী
কুমিল্লা কালিয়াজুড়িতে মাদ্রাসার আড়ালে ভয়ঙ্কর প্রতারণা ও আধ্যাত্মিক বাণিজ্য!
সাবেক মন্ত্রীর মেয়ের সঙ্গে বাগদান সারলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com