প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৯:১৫ পিএম (ভিজিট : ১৬)

জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ' এই শ্লোগানে একুশে পাঠচক্রের শততম আসর ৩ অক্টোম্বর শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
'প্রতিভা ও মনন বিকাশে পাঠচক্র' একুশে পাঠচক্রের শততম আসরে উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর জেলা শাখার সভাপতি ড. সুধাময় দাসের সভাপতিত্বে, কবি ও সংগঠক শুভজিৎ নিয়োগীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে লেখক, রবীন্দ্র গবেষক, ভাষা সৈনিক আহমেদ রফিকের প্রয়াণে এক মিনিট নীরবতা পালন করেন। শততম পাঠচক্রে প্রবন্ধ পাঠ করেন কবি ও শিক্ষক আইয়ুব আকন্দ বিদ্যুৎ।
প্রবন্ধ পাঠের পর বক্তব্য উপস্থাপন কমরেড জাহিদুল ইসলাম, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ এর সভাপতি কবি ও সাংবাদিক রফিক মজিদ, সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম, ছড়াকার মুস্তাফিজুল হক, কবি জ্যোতি পোদ্দার, কবি মনিরুল ইসলাম মুন্না, কবি রবিউল আলম, কবি হাসান রাকিব, কবি মাহমুদুল আহসান লিটন প্রমুখ।
দ্বিতীয় পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন কবি রবিন পারভেজ, আইয়ুব আকন্দ বিদ্যুৎ, মুস্তাফিজুল হক, রবিউল আলম, জ্যোতি পোদ্দার, শুভজিৎ নিয়োগী, আজাদ সরকার, জামাল শেখ, বিপুল দাস হৃদয়, তন্ময় সাহা, মনিকা শকুন্তলা, হাসান রাকিব, মাহমুদুল আহসান লিটন, হানজালা মাহমুদ প্রমুখ।
সঙ্গীত শিল্পী মুক্তি দত্ত ও এরশাদ আলীর গানের মধ্য দিয়ে শেষ হয় একুশে পাঠচক্রের শততম আসর।