বৃহস্পতিবার ২ অক্টোবর ২০২৫ ১৭ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


রাজনীতি
শাপলা প্রতীক না পেলে ভোট বর্জন করবে এনসিপি: সারজিস
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৮:৪৭ পিএম   (ভিজিট : ৪৯)

শাপলা প্রতীক না পেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন আইনগত কোনো বাধা না থাকা সত্ত্বেও তাদের দলকে শাপলা প্রতীক বরাদ্দ দিচ্ছে না, যা পক্ষপাতদুষ্ট ও স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ।

বুধবার (১ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও তেঁতুলতলা শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘আমরা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের সকল শর্ত পূরণ করেছি। তবুও এক বছর পেরিয়ে গেলেও নির্বাচন কমিশন আমাদের শাপলা প্রতীক দিচ্ছে না। এটি একটি রাজনৈতিক চক্রান্ত। যদি কোনো আইনি বাধা থাকত, আমরা মেনে নিতাম। কিন্তু বিনা কারণে প্রতীক না দেওয়াটা পক্ষপাতদুষ্ট আচরণ।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশনের এমন বৈষম্যমূলক আচরণ গণতন্ত্রের পরিপন্থী। এটি দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, শাপলা প্রতীক না পেলে এনসিপি নির্বাচনে অংশ নেবে না।’

এ সময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর যখন আমরা রাজপথে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করি, তখন থেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা সামনে আসতে থাকে। সরকার জনগণের কণ্ঠ রোধ করতে রাজনৈতিক কর্মকাণ্ড দমন করছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আর কোনোভাবেই আওয়ামী লীগের রাজনীতি চলতে দেওয়া যাবে না। দলটি আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে এবং দ্রুত তা কার্যকর করতে হবে।’

মন্দির পরিদর্শনের সময় আটোয়ারী উপজেলা এনসিপির নেতাকর্মী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

আমিরন বেগমের শোকাহত পরিবারকে সান্ত্বনা দিলেন বিএনপি নেত্রী শামা ওবায়েদ
ট্রাম্পের গাজা পরিকল্পনা স্বাধীন ফিলিস্তিনের সার্বভৌমত্বের নিশ্চয়তা নয় - বিএসপি চেয়ারম্যান
বাউফলে জামায়াত নেতার গণসংযোগ: কালো টাকা,দখলদারমুক্ত,অস্ত্র মুক্ত সুষ্ঠ নির্বাচন করতে হলে পিআর পদ্ধতি একমাত্র সমাধান-ড. শফিকুল ইসলাম মাসুদ
শাপলা প্রতীক না পেলে ভোট বর্জন করবে এনসিপি: সারজিস
আবু সাঈদের ছবি আঁকা টি-শার্ট পরে গাজামুখী মিডিয়া ফ্লোটিলায় শহিদুল আলম
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে ভারত
সেপ্টেম্বরের ২৭ দিনে প্রবাসী আয়ে রেমিট্যান্স ২৮ হাজার কোটি টাকা
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
পিছিয়ে পড়েও সোসিয়েদাদকে হারিয়ে টেবিলের শীর্ষে বার্সা
এবার তুন সাজ-পোশাকে পরীমণি
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com