প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৮:৪৭ পিএম (ভিজিট : ৪৯)

শাপলা প্রতীক না পেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন আইনগত কোনো বাধা না থাকা সত্ত্বেও তাদের দলকে শাপলা প্রতীক বরাদ্দ দিচ্ছে না, যা পক্ষপাতদুষ্ট ও স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ।
বুধবার (১ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও তেঁতুলতলা শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘আমরা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের সকল শর্ত পূরণ করেছি। তবুও এক বছর পেরিয়ে গেলেও নির্বাচন কমিশন আমাদের শাপলা প্রতীক দিচ্ছে না। এটি একটি রাজনৈতিক চক্রান্ত। যদি কোনো আইনি বাধা থাকত, আমরা মেনে নিতাম। কিন্তু বিনা কারণে প্রতীক না দেওয়াটা পক্ষপাতদুষ্ট আচরণ।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশনের এমন বৈষম্যমূলক আচরণ গণতন্ত্রের পরিপন্থী। এটি দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, শাপলা প্রতীক না পেলে এনসিপি নির্বাচনে অংশ নেবে না।’
এ সময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর যখন আমরা রাজপথে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করি, তখন থেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা সামনে আসতে থাকে। সরকার জনগণের কণ্ঠ রোধ করতে রাজনৈতিক কর্মকাণ্ড দমন করছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আর কোনোভাবেই আওয়ামী লীগের রাজনীতি চলতে দেওয়া যাবে না। দলটি আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে এবং দ্রুত তা কার্যকর করতে হবে।’
মন্দির পরিদর্শনের সময় আটোয়ারী উপজেলা এনসিপির নেতাকর্মী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।