রবিবার ৫ অক্টোবর ২০২৫ ২০ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
নকলায় ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মচারীদের কর্মবিরতি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৯:২৪ পিএম   (ভিজিট : ২৪)

বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবিতে শেরপুরের নকলা উপজেলায় কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা লাগাতার কর্মবিরতি শুরু করেছেন। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্যানার ঝুলিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক বা সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ করে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবীনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে তারা এ কর্মসূচিতে অংশ নেয়।

শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, নকলা উপজেলা শাখার আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে কর্মবিরতি কর্মসূচির ব্যানার ঝুলিয়ে ও গায়ে মনি পতাকা জড়িয়ে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা সারিবদ্ধ ভাবে বসে আছেন।

তাদের দাবি গুলোর মধ্যে, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক বা সমমান স্কেলে অন্তর্ভুক্ত করা, বেতন স্কেল পুন:নির্ধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক বা সমমানের স্বীকৃতি প্রদান করাসহ নিয়মিত পদোন্নতি, পর্যাপ্ত সংখ্যক পদ সৃজন, সময় মতো চাকরি স্থায়ীকরণ, ঝুঁকিভাতা প্রদান ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা উল্লেখযোগ্য।

কর্মসূচি চলাকালে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “সরকারের কাছে একাধিকবার দাবি জানানো হলেও এখনো কার্যকরের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। তা না হলে পরবর্তীতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আগামীতে ‘শাটডাউন’সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আন্দোলনকারীরা। এসময় উপজেলায় কর্মরত সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগন উপস্থিত ছিলেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নকলায় ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মচারীদের কর্মবিরতি
জাতীয়তাবাদী ওলামা দল নগরকান্দা উপজেলা শাখা'র কর্মী সম্মেলন অনুষ্ঠিত
শেরপুরে একুশে পাঠচক্রের শততম আসর অনুষ্ঠিত
"বাগেরহাটে সাংবাদিক হায়াতের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন"
সুমুদ ফ্লোটিলা থেকে অপহৃত ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে নগরবাসী
পূজার সময় পাহাড়ে অস্থিতিশীলতা জাতীয়-আন্তর্জাতিক চক্রান্তের অংশ: রিজভী
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল
কলকাতার পূজার ব্যাপারটাই আলাদা : জয়া আহসান
শাপলা প্রতীক না পেলে ভোট বর্জন করবে এনসিপি: সারজিস
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com