মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:
শুল্ক ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বার্থ কাছাকাছি: প্রধান উপদেষ্টা      জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ       উত্তাল ভাঙ্গা: থানা-উপজেলা পরিষদে হামলা-ভাঙচুর, অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ      হালান্ডের জোড়া গোলে ডার্বি জিতল ম্যানচেস্টার সিটি      নতুন বেতন কাঠামো ছয় মাসের আগেই চূড়ান্ত হবে: জাতীয় বেতন কমিশন চেয়ারম্যান      রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ভারতের আসাম      দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানো গেলে যুক্তরাষ্ট্র শুল্ক আরও কমাবে: বাণিজ্য উপদেষ্টা      


প্রবাস
কলম্বাস ওহাইওতে ভ্রাম্যমাণ দূতাবাস সেবা সন্তুষ্ট প্রবাসী বাংলাদেশীরা
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৩ পিএম   (ভিজিট : ১০৫)

বিদেশে বাংলাদেশ দূতাবাস গুলির বিরুদ্ধে অভিযোগের কোন কমতি নেই, সেটা পৃথিবীর যেকোনো দেশে, বিশেষ করে সেবা গ্রহণকারী প্রবাসী বাংলাদেশীদের সাথে দূতাবাস কর্মকর্তাদের অসদাচরণ যেন একটি নিত্যনৈমিত্তিক বিষয়। কিন্তু এ বিষয়টি বা অভিযোগটি একেবারেই ভুল প্রমাণিত করল বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির একটি ভ্রাম্যমান কনসুলেট সেবা প্রদানকারী টিম। সম্প্রতি দূতাবাস কর্মকর্তাদের ব্যবহারে ও কনসুলেট সেবার মান নিয়ে খুবই সন্তুষ্ট ওহাইওতে বসবাসকারী বাংলাদেশিরা, তাদের ভাষায় সরকারি কর্মকর্তারা এরকম ভালো আচরণ করতে পারে এটা মোটেই বিশ্বাসযোগ্য নয়, এ ধরনের সরকারি কর্মকর্তাদের পৃথিবীর অন্যান্য দেশের বাংলাদেশ দূতাবাসগুলোতে দেখতে চান বলে মন্তব্য করেন। স্থানীয়রা মনে করেন এইরকম টিম  অন্যান্য দূতাবাসে দরকার সঠিক এবং সময়োপযোগী ভাবে সকল দূতাবাস কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য।

গত ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের  ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাস সিটিতে একদিনের ভ্রাম্যমান  কনস্যুলেট সেবা প্রদান করেন বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি।  দূতাবাসের মিনিস্টার (কন্সুলার) মাহবুবুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের এই টিমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফজলে  রাব্বি মিনিস্টার (ইকোনোমিক)  আরিফুর রহমান মিনিস্টার (কমার্স) ফার্স্ট সেক্রেটারি আব্দুল হাই মিল্টন এবং   মইন উদ্দিন কমার্স কনসোলার।
সকাল ৯:৩০ থেকে শুরু করে সন্ধ্যা সাতটা পর্যন্ত দূতাবাস কর্মকর্তারা পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত সেবা প্রদান করেন, এর মধ্যে রয়েছে নো ভিসা রিকোয়ার্ড এনভিআর, ই পাসপোর্ট এবং পাওয়ার অফ অ্যাটর্নি। দিনব্যাপী প্রায় দুইশত বাংলাদেশীদের সেবা প্রদান করেন দূতাবাস কর্তৃপক্ষ। দূতাবাস কর্তৃপক্ষের সেবার মান নিয়ে খুবই সন্তুষ্ট সেবা গ্রহণকারী প্রবাসী বাংলাদেশীরা। ওহাইওর কলম্বাস ও  এর আশেপাশের শহরগুলো থেকে ডেটন, সিনসিনাটি, টেলিডো, ক্লিভল্যান্ড থেকে বাংলাদেশের সেবা গ্রহণ করতে আসেন। এমনকি আশেপাশের স্টেট পেনসিলভেনিয়া, মিশিগান এবং শিকাগো থেকেও কেউ কেউ এসেছেন সেবা গ্রহণের জন্যI

বাংলাদেশ এসোসিয়েশন অফ সেন্ট্রাল ওহাইও বাকো র ব্যবস্থাপনা ও সহযোগিতায় এই কনসুলেট সার্ভিস সম্পর্কে মাহবুবুর রহমান বলেন ওহাইওতে  কনসুলেট সেবা দিতে এসে আমাদের মনে হচ্ছে এখানে একটা ঈদ ঈদ ভাব বিরাজ করছে এবং আমরা নিজেরাও এই আনন্দের সাথে সামিল হয়ে স্থানীয় বাংলাদেশিদের সেবা দিতে পারছি  বলে আমরা অত্যন্ত আনন্দিত। আমি আশা প্রকাশ করছি কলম্বাসে এই সেবা দান প্রক্রিয়া অব্যাহত থাকবে। ওয়াইতে  বসবাসকারী বাংলাদেশীদের আতিথিয়তায় আমরা মুগ্ধI বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সেন্ট্রাল বাকোর সভাপতি ফয়সাল আরাফাত বলেন, কমিউনিটির সেবা বা কাজ করা অংশ হিসেবে আমরা এই দূতাবাস সেবা সার্ভিসকে সহযোগিতা করছি এবং ভবিষ্যতেও বাকো এই ধরনের সেবা প্রধানের কাজ অব্যাহত রাখবে। ফয়সাল বাকোর সম্মানিত সকল সদস্য সেবা গ্রহীতা এবং দূতাবাস কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম, ফ্রান্স-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
আমার পছন্দ দেশি ছেলে: সেমন্তী সৌমি
ওমানকে ১৭৩ রানের লক্ষ্য দিলো আরব আমিরাত
আসন্ন নির্বাচনে পুলিশকে নিরপেক্ষতার সর্বোচ্চ ডিগ্রি প্রদর্শনের আহ্বান ডিএমপি কমিশনারের
নির্বাচন বানচালের চেষ্টাকারীরা আপনার কাছাকাছি রয়েছে: প্রধান উপদেষ্টাকে ফারুক
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বাকি দুই কেন্দ্রের গণনা, সন্ধ্যায় চূড়ান্ত ফলাফল ঘোষণা
এবার ভৌতিক ছবি ‘আন্ধার’-এ আফসানা মিমি
অবশেষে শেষ হলো জাকসুর ভোট গণনা, সন্ধ্যায় ফল ঘোষণা
পুলিশের সাবেক ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম গ্রেফতার
দিশা পাটানির বাড়িতে গুলি, দায় স্বীকার গ্যাংস্টার গোল্ডি ব্রারের
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com