মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:
শুল্ক ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বার্থ কাছাকাছি: প্রধান উপদেষ্টা      জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ       উত্তাল ভাঙ্গা: থানা-উপজেলা পরিষদে হামলা-ভাঙচুর, অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ      হালান্ডের জোড়া গোলে ডার্বি জিতল ম্যানচেস্টার সিটি      নতুন বেতন কাঠামো ছয় মাসের আগেই চূড়ান্ত হবে: জাতীয় বেতন কমিশন চেয়ারম্যান      রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ভারতের আসাম      দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানো গেলে যুক্তরাষ্ট্র শুল্ক আরও কমাবে: বাণিজ্য উপদেষ্টা      


প্রবাস
বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম, ফ্রান্স-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫২ পিএম   (ভিজিট : ৫৩)
বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম, ফ্রান্স (বিএসএফ) ফ্রান্সের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী ও এলামনাইদের সমন্বয়ে ২০২৫–২৬ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফুল আলম সবুজ, যিনি সায়েন্স-পো থেকে কর্পোরেট স্ট্র্যাটেজিতে মাস্টার্স করেছেন। সহ-সভাপতির দায়িত্বে থাকছেন নূর জাহান শরীফা পূর্ণতা, যিনি বর্তমানে আইএফএ প্যারিসে ফ্যাশন ডিজাইনে ব্যাচেলর করছেন। সাধারণ সম্পাদক পদে রয়েছেন তোফাজ্জল হোসেন রাসেল, যিনি এসিলভ-এ সাইবার রেজিলিয়েন্সে মাস্টার্স করছেন। মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন চৌধুরী আল ফারাবী, যিনি সরবোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে বর্তমানে প্যারিস-স্যাকলে বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনে মাস্টার্স করছেন। প্রধান সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন ঢালিয়া নিশাত, যিনি সরবোন বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী। কোষাধ্যক্ষ হিসেবে কাজ করবেন সৈয়দ মোহাম্মদ শাহ মোস্তফা তাশফিন, যিনি গ্রিনউইচ বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি সম্পন্ন করার পর বর্তমানে এসিলভ-এ সাইবারসিকিউরিটি ও ক্লাউড কম্পিউটিংয়ে মাস্টার্স করছেন।
কার্যনির্বাহী কমিটিতে প্রশাসন, পরিকল্পনা, তথ্যপ্রযুক্তি, অনুষ্ঠান, আউটরিচ, শিক্ষা ও ছাত্রকল্যাণবিষয়ক সচিব এবং ডেপুটি সচিবদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে সরবোন বিশ্ববিদ্যালয়, প্যারিস-স্যাকলে বিশ্ববিদ্যালয়, সায়েন্স-পো, এপিটা, গ্রেনোবল আল্পস বিশ্ববিদ্যালয়, প্যারিস ননতের বিশ্ববিদ্যালয় এবং বোর্গোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করছেন।
প্রতিষ্ঠালগ্ন থেকে বিএসএফ ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, ইন্টার্নশিপ, ভিসা সংক্রান্ত নির্দেশনা এবং ফরাসি সমাজে একীভূত হওয়ার ব্যাপারে সহায়তা প্রদান করে আসছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় বিএসএফ প্যারিসে আইফেল টাওয়ারের নিকট বীর হাকিম ব্রিজ, রিপাবলিক চত্বর, বাস্তিল চত্বর এবং নেশন চত্বরে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে ব্যাপক মনোযোগ আকর্ষণ করে, যা লিবারেশন এবং ওয়েস্ট-ফ্রান্সসহ প্রধান ফরাসি গণমাধ্যমে প্রচারিত হয়েছিল।
নবগঠিত কার্যনির্বাহী কমিটি ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া, আউটরিচ ও সাংস্কৃতিক কার্যক্রমের পরিসর বাড়ানো এবং ফ্রান্স ও ইউরোপজুড়ে বিশ্ববিদ্যালয়, পেশাজীবী সংস্থা এবং বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের সঙ্গে আরও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছে।

নির্বাহী কমিটি ২০২৫–২৬
১. সভাপতি: সাইফুল আলম সবুজ, মাস্টার ইন কর্পোরেট স্ট্র্যাটেজি, সায়েন্স-পো
২. সহ-সভাপতি: নূর জাহান শরীফা পূর্ণাতা, ব্যাচেলর ইন ফ্যাশন ডিজাইন, আইএফএ প্যারিস
৩. সাধারণ সম্পাদক: তোফাজ্জল হোসেন রাসেল, মাস্টার ইন সাইবার রেজিলিয়েন্স, এসিলভ
৪. প্রধান সমন্বয়কারী: ঢালিয়া নিশাত, মাস্টার ইন কম্পিউটার নেটওয়ার্ক, সরবোন বিশ্ববিদ্যালয়
৫. কোষাধ্যক্ষ: সৈয়দ মোহাম্মদ শাহ মোস্তফা তাশফিন, মাস্টার ইন সাইবারসিকিউরিটি অ্যান্ড ক্লাউড কম্পিউটিং, এসিলভ
৭. মুখপাত্র: চৌধুরী আল ফারাবী, মাস্টার ইন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, প্যারিস-স্যাকলে বিশ্ববিদ্যালয়
৮. প্রশাসক: মিজানুর রহমান, মাস্টার ইন সাইবার রেজিলিয়েন্স, এসিলভ
৯. পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক: মো. শামীম বিন শহীদ, মাস্টার ইন হেলথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বোর্গোন বিশ্ববিদ্যালয় ইউরোপ
১০. তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক সম্পাদক: মো. শাকিল চৌধুরী, মাস্টার ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এপিটা
১১. ইভেন্ট ও লজিস্টিকস বিষয়ক সম্পাদক: সেলিম হোসেন, মাস্টার ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এপিটা
১২. আউটরীচ এন্ড ক্যাপাসিটি বিল্ডিং সেক্রেটারি: মো: ইমরান হোসেন, মাস্টার ইন বিআইএম, সরবোন ও এরাসমাস যুগ্ম মাস্টার (ফ্রান্স, ইতালি, স্পেন)
১৩. শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: ওয়ালিদ ইসলাম, মাস্টার ইন সাসটেইনেবল ম্যানেজমেন্ট, বোর্গোন বিশ্ববিদ্যালয় ইউরোপ
১৪. ছাত্র কল্যাণ সম্পাদক: সাদমান তামজিদ হোসেন, মাস্টার ইন ফিজিক্স - পিপিএম, সরবোন বিশ্ববিদ্যালয়
১৫. উপ-ছাত্র কল্যাণ সম্পাদক: মো. রাশাদুল ইসলাম, মাস্টার ইন ট্রান্সপোর্টেশন অ্যান্ড এনার্জি, ইনসা উত-দ্য-ফ্রান্স
১৬. সদস্যপদ বিষয়ক সম্পাদক: রিহান তাহমিদ রায়হান, মাস্টার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইএসসিই
১৭. কমিউনিটি এনগেজমেন্ট সম্পাদক: ফারজানা রশনি অনন্যা, মাস্টার ইন ইনোভেটিভ ড্রাগস, বোর্গোন বিশ্ববিদ্যালয় ইউরোপ
১৮. নির্বাহী সদস্য: মুইন সরকার, এমবিএ ইন ফ্যাশন অ্যান্ড লাক্সারি ম্যানেজমেন্ট, কলেজ দে প্যারিস
১৯. নির্বাহী সদস্য: ওবায়দুল হক শাহিন, মাস্টার ইন পলিটিক্যাল সায়েন্স, প্যারিস ননতের  বিশ্ববিদ্যালয়
২০. নির্বাহী সদস্য: ইভা অধিকারী, মাস্টার ইন কন্ট্রোল সিস্টেমস অ্যান্ড আইটি, গ্রেনোবল আল্পস বিশ্ববিদ্যালয়
২১. নির্বাহী সদস্য: হাসনাত বিন সাঈদ, মাস্টার ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এপিটা
২২. নির্বাহী সদস্য: মো. তানভীর আহমেদ, মাস্টার ইন পারচেজিং অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, প্যারিস বিজনেস স্কুল
২৩. নির্বাহী সদস্য: মো: আজহারুল ইসলাম ইমন, মাষ্টার ইন বিজনেস ইঞ্জিনিয়ারিং, মপলিয়ের বিশ্ববিদ্যালয়।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম, ফ্রান্স-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
আমার পছন্দ দেশি ছেলে: সেমন্তী সৌমি
ওমানকে ১৭৩ রানের লক্ষ্য দিলো আরব আমিরাত
আসন্ন নির্বাচনে পুলিশকে নিরপেক্ষতার সর্বোচ্চ ডিগ্রি প্রদর্শনের আহ্বান ডিএমপি কমিশনারের
নির্বাচন বানচালের চেষ্টাকারীরা আপনার কাছাকাছি রয়েছে: প্রধান উপদেষ্টাকে ফারুক
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বাকি দুই কেন্দ্রের গণনা, সন্ধ্যায় চূড়ান্ত ফলাফল ঘোষণা
এবার ভৌতিক ছবি ‘আন্ধার’-এ আফসানা মিমি
অবশেষে শেষ হলো জাকসুর ভোট গণনা, সন্ধ্যায় ফল ঘোষণা
পুলিশের সাবেক ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম গ্রেফতার
দিশা পাটানির বাড়িতে গুলি, দায় স্বীকার গ্যাংস্টার গোল্ডি ব্রারের
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com