মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৮ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


রাজনীতি
রাকসু নির্বাচন পেছানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান শিবির প্যানেলের
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৬ পিএম   (ভিজিট : ৯৭)

চলমান শাটডাউনের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নতুন তারিখ অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর রাকসুর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তনের এ সিদ্ধান্তকে ছাত্রদল ও বামজোট স্বাগত জানালেও প্রত্যাখ্যান করেছে শিবির সমর্থিত প্যানেল।

শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান বলেন, কমিশনের এই প্রহসন মানি না। এটা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার চাই।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সোমবার রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর পূর্ণাঙ্গ সভায় আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনপূর্ব উদ্ভূত পরিস্থিতি সার্বিকভাবে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সভা লক্ষ্য করে যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি কোনো অবস্থাতেই রাকসু নির্বাচন অনুষ্ঠানের অনুকূলে নয়। কারণ-

১. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে।

২. নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। উপর্যুক্ত বিবেচনায় রাকসু নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের পরিবর্তে আগামী ১৬ অক্টোম্বর ২০২৫ তারিখ রোজ বৃহস্পতিবার রাকসু নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করছে।’

এর আগে গত ২০ সেপ্টেম্বর পৌষ্যকোটাকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে উপ-উপাচার্য ড. মাঈন উদ্দিনকে লাঞ্ছিত করার অভিযোগে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষক-কর্মকর্তারা। অভিযুক্তদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানায় তারা। এতে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় ক্যাম্পাস ছাড়ছেন ভোটাররা। উদ্ভূত পরিস্থিতিতে পাল্টাপাল্টি অবস্থানে শিবির, ছাত্রদল ও অন্য প্যানেলগুলো। সংবাদ সম্মেলনে করে নিজেদের অবস্থানও জানিয়েছে তারা।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নালিতাবাড়ীর চেল্লাখালী নদী পারাপারে কয়েক গ্রামের মানুষের দুর্ভোগ
নির্বাচনী পরিবেশকে তারা বিঘ্নিত করছেন-এ্যানি চৌধুরী
শেরপুরে ৭০ টি চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
শেরপুরের শ্রীবরদীতে হিলফুল ফুজুল নূরানী ও হাফেজিয়া মাদরাসায় অনিয়মের অভিযোগে মানববন্ধন
কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

সিঙ্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন ‘ইয়া আলী’ গান খ্যাত শিল্পী জুবিন
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ‘অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫-৩’ সফলভাবে সম্পন্ন
যুগপৎ আন্দোলনের সঙ্গে নেই জাতীয় নাগরিক পার্টি: নাহিদ ইসলাম
বিপ্লবী সংগঠন যদি না থাকে, তাহলে বিপ্লব হয় না: মির্জা ফখরুল
জাতীয় দলের নির্বাচক প্যানেলে হাসিবুল শান্ত ও নারী দলের প্রথম নির্বাচক সালমা খাতুন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com