প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১২ পিএম (ভিজিট : ৬১)
সেই কবে থেকে, সেই স্বপ্ন ছিল
আর কতবার সেই স্বপ্নকে
অতিক্রম করে চলেছি।
আবারও নতুন নতুন স্বপ্নে
বিভোর হয়েছি
আর তাদের অতিক্রমের মাত্রা
বারবার ছুঁয়েছি।
এর পরও যেন কোনো স্বপ্নের
শেষ নেই।
এ যেন এক অবিরাম
জীবন-স্বপ্নের যাত্রা।
শেষ হয়েও যেন তা হয় না;
সেই প্রীতি, ভালোবাসা
যেন এক চাতকের
অবিরাম পথচলা।
এ এক অবুঝ অনুভবের
অক্লান্ত অন্বেষণ
শেষ বৃন্তের, শেষ ক্লান্তির
সর্বশেষ অনুধাবন।
প্যারিস, ফ্রান্স
লেখক :প্রবাসি লেখক কাজী এনায়েত উল্লাহর জন্ম ১৯৫৮ সালের ৮ই নভেম্বর। ঢাকার বনানী চেয়ারম্যান বাড়ীর সন্তান ১৯৭৮ সাল থেকে ফ্রান্সে বসবাস করছেন। প্যারিসের সর্বোন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে উচ্চশিক্ষা লাভ করার পর, নিজেকে ব্যাবসায় আত্বনিয়োগ করেন। এবং যথাক্রমে রেস্টুরেন্ট, রিয়াল স্টেট, ট্রাভেল ব্যাবসা সহ পারফিউম ব্যাবসায় নিয়োজিত আছেন। ব্যবসায়িক সাফল্যের সংগে ফ্রান্সে না না সামাজীক কর্ম কান্ডে জড়িত কাজী এনায়েত উল্লাহ ইউরোপের সর্ব বৃহৎ সামাজীক সংগঠন আয়েবা’র প্রতিস্ঠাতা মহাসচিব।
২০১৬ সালে নভেম্বর মাসে ওনার উদ্যোগে সংগঠিত হয় মালয়েশীয়ার কুয়ালালুমপুরে ফার্স্ট বাংলাদেশ গ্লোবাল সামিট।বিশ্ব প্রবাসি ৬০০ বাংলাদেশী এই মহাসম্মেলনে যোগদান করেন।এবং সংগঠিত হয় ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন। কাজী এনায়েত উল্লাহ নির্বাচিত হন সংগঠনের প্রথম প্রতিস্ঠাতা প্রসিডন্ট।বিশ্বব্যপি প্রবাসিদের মধ্যে সংযোগের মাধ্যমে এক শক্তিশালী কমিউনিটি গঠনের লক্ষে তিনি ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিন আমেরিকা, আফ্রিকা, সহ এশিয়ার সমস্ত বাংলাদেশী অধ্যুসিত বিভিন্ন দেশ ভ্রমন করেন।