প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৩ পিএম (ভিজিট : ২৫৯)
গাজীপুরের কালীগঞ্জে বনভোজনে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর মানিক রোজারিও (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার নাগরী ইউনিয়নের বাগদী গ্রামের গেদু রোজারিওর ছেলে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ছিকুলিয়া শ্মশানঘাট সংলগ্ন বালু নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) নাগরী ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েকজন নারী-পুরুষ ট্রলারে করে বনভোজনে যান। সন্ধ্যায় সবাই বাড়ি ফিরে এলেও মানিক আর ফেরেননি। রোববার (১৪ সেপ্টেম্বর) অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে স্ত্রী লিমা রোজারিও কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (নং ৭৫৯) করেন।
সোমবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বালু নদী থেকে একটি মরদেহ উদ্ধার করে। পরে নিহতের পরিবার লাশ শনাক্ত করে।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।