প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৬:০৫ পিএম (ভিজিট : ১৮)
"ইতিহাস বলে জামায়েতে ইসলামীর জন্ময় হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার জন্য। ১৯৪৭ সালে যখন দেশ বিভক্ত হয় তখনও বিরোধিতা করেছে। ১৯৫২ সালে ভাষা আন্দোলনেও তারা বিরোধিতা করেছে। এমনকি ১৯৭১ সালেও সাধীনতা বিরোধী ছিলো বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু।
২৯আগষ্ট (শুক্রবার) সকালে ময়মনসিংহের ভালুকায় সরকারি ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র উপজেলা ও পৌর শাখা'র প্রাথমিক সদস্য ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, এসময় বাবলু আরও বলেন এযাবৎ কালে দেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে জামায়েত ইসলামী প্রতিবারেই বিরোধিতা করেছে। এবারেও বিরোধিতা করবে, এটাই সত্যি।"
সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি'র সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান সরকার রোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এডভোকেট আনেয়ার আজিজ টুটুল, ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ্ উদ্দিন আহম্মেদ, ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, আবুল কালাম আজাদ। এছাড়াও ভালুকা উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।