প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৭:৫৯ পিএম (ভিজিট : ১৫)
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের নলডেঙ্গী (গজারিয়া) গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) গভীর রাতে হাজী মো. আফসার আলীর গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েল থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই শুকনো খড়কুটোয় আগুন জ্বলে উঠে গোয়ালে বেধে রাখা গবাদি পশু পুড়ে মারা যায়।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতার কারণে গোয়াল ঘরে থাকা গরু-ছাগল রক্ষা করা যায়নি।
আফসার আলীর দাবি, এতে ৮টি গরু ও ২টি ছাগল পুড়ে মারা গেছে, তার ক্ষতির পরিমাণ প্রায় বারো লাখ টাকা।
ঘটনাস্থল পরিদর্শন করে শেরপুর থানার এসআই বিকাশ জানান, গোয়ালঘরে মোট ১০টি গরু ছিল। এর মধ্যে ৮টি আগুনে পুড়ে মারা গেছে এবং বাকি ২টি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।