মঙ্গলবার ২ সেপ্টেম্বর ২০২৫ ১৮ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
সোনারগাঁয়ে সাংবাদিক হত্যার হুমকি থানায় অভিযোগ, উদ্বেগে সহকর্মী সাংবাদিকরা
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৭:০৫ পিএম   (ভিজিট : ১৯৯)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দৈনিক এশিয়া বানী পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ও সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক মিঠু আহমেদকে অজ্ঞাত একটি মোবাইল নম্বর (০১৭৯০-৭১৪৩১৮) থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২৫ আগষ্ট) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে মিঠু আহমেদের ব্যক্তিগত মোবাইলে একটি অজ্ঞাত কল আসে। কল রিসিভ করার পরপরই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। কলকারী আগামী এক সপ্তাহের মধ্যে মিঠু আহমেদ অথবা তার পরিবারের যেকোনো সদস্যকে হত্যা করার হুমকি প্রদান করে।


সাংবাদিক মিঠু আহমেদ বলেন, কে বা কারা আমাকে এভাবে হুমকি দিয়েছে আমি জানি না। ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার গভীর নিরাপত্তাহীনতায় ভুগছি। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করেছি।


এ ঘটনায় সোনারগাঁয়ে কর্মরত সাংবাদিকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত সময়ের মধ্যে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাসেদুল হাসান খান বলেন, হুমকির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের সভাপতি ফারুকুল ইসলাম এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বলেন, সাংবাদিক মিঠু আহমেদ আমাদের সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক। তাকে হত্যার হুমকি দেওয়ার মাধ্যমে শুধু একজন সাংবাদিককেই ভয় দেখানো হয়নি, বরং সারা দেশের সাংবাদিক সমাজের কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে। এটি গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতার জন্য ভয়ংকর হুমকি।


সভাপতি ফারুকুল ইসলাম আরও বলেন,

অনতিবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হুমকি বা আক্রমণ বরদাস্ত করা হবে না। প্রয়োজনে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে বাধ্য হবে। রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব হচ্ছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি সরকারের উচ্চপর্যায় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত তদন্ত শেষে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

‘ডাকসু হবে যথাসময়ে’: আবিদুল ইসলাম
কমলো এলপিজির দাম
আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে ফিরলে কেউ ছাড় পাবে না: রাশেদ খান
নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়: মির্জা ফখরুল
তিন দিনের সফরে ঢাকায় টিআই চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ত্রিশালে মাদ্রাসা ভবনের ভিত্তি স্থাপনে আইএমইডি ডিজি মাহাবুব
নেদারল্যান্ডসের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
বাংলাদেশকে ১৩৭ রানের লক্ষ্য দিল নেদারল্যান্ডস
নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শেরপুরে মধ্যরাতের লাঠি মিছিল
নুরের ওপর হামলার আইনানুগ তদন্ত দাবি করেছেন মির্জা ফখরুল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com