প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৮ পিএম (ভিজিট : ৮২)
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর মোস্তাকিম (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ-পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম পিরোজপুর এলাকার মারিখালী নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে নদীতে ভাসমান অবস্থায় একটি শিশুর লাশ দেখতে পান তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা ছুটে এসে লাশটি শনাক্ত করেন।
নিহত মোস্তাকিম বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া গ্রামের রাসেল মিয়ার ছেলে। রবিবার দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তার দাদা মো. বাদল মিয়া সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ বিষয়ে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) সালেহ আহমেদ পাঠান জানান, “আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
স্থানীয়দের ধারণা, খেলতে গিয়ে মোস্তাকিম নদীতে পড়ে গিয়ে ডুবে মারা যেতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটিকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর পরিবার কান্নায় ভেঙে পড়েছে।