মঙ্গলবার ২ সেপ্টেম্বর ২০২৫ ১৮ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
কালিয়াকৈরে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার
প্রকাশ: রোববার, ২৪ আগস্ট, ২০২৫, ৬:৪৭ পিএম   (ভিজিট : ৪৬)
গাজীপুরের কালিয়াকৈরে শনিবার (২৪ আগস্ট) রাতে পুলিশ পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন ডাকাতকে গ্রেফতার করেছে। অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, দুটি পিকআপ ভ্যান এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন – আনাছ রানা, হাফিজুর রহমান, আহমেদ শুভ মিয়া, রাকিব হাসান, ইসফাক আকন্দ খোকন, রিদয় হাসান, সজল আহমেদ, জুয়েল রানা, রমজান আলী, সুজন মিয়া ও জালাল মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, আটকরা গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় ডাকাতি ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড চালাচ্ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে কালামপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, দুটি পিকআপ ভ্যান এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়। অপরদিকে, একই রাতে উপজেলার একটি সোয়েটার কারখানায় ডাকাতির ঘটনায় পৃথক অভিযানে আরও ছয় জন ডাকাতকে গ্রেফতার করা হয়।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মো. যোবায়ের জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, “এই অভিযান এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রমের অংশ এবং অপরাধ দমন করতে আমরা সব সময় সতর্ক অবস্থায় রয়েছি।”







আরও খবর


 সর্বশেষ সংবাদ

১১ ধারা-উপধারা সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করল জাতীয় রাজস্ব বোর্ড
‘ডাকসু হবে যথাসময়ে’: আবিদুল ইসলাম
কমলো এলপিজির দাম
আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে ফিরলে কেউ ছাড় পাবে না: রাশেদ খান
নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়: মির্জা ফখরুল
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ত্রিশালে মাদ্রাসা ভবনের ভিত্তি স্থাপনে আইএমইডি ডিজি মাহাবুব
নেদারল্যান্ডসের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
বাংলাদেশকে ১৩৭ রানের লক্ষ্য দিল নেদারল্যান্ডস
নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শেরপুরে মধ্যরাতের লাঠি মিছিল
নুরের ওপর হামলার আইনানুগ তদন্ত দাবি করেছেন মির্জা ফখরুল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com