প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬:৩৮ PM
চাইলে আমি আরও কিছু বিকল্প হেডিং সাজেস্ট করতে পারি, যাতে আপনি পছন্দমতো বেছে নিতে পারেন। দেবো কি?টপ এ্যান্ড টি-২০ সিরিজে মেলবোর্ন স্টার্সদের বিপক্ষে শুরু থেকেই ধীর ব্যাটিং করেছে বাংলাদেশ ‘এ’ দল। দুই ওপেনার ২৭ রান যোগ করতে নেন ৪ ওভার। নাঈম শেখ, নুরুল হাসান সোহানরা বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে না পারায় ৮ উইকেটে ১৫৬ রানে থেমেছে বাংলাদেশ ‘এ’ দল।
বৃহস্পতিবার ডারউইনে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার জিসান ১৩ বলে ১৩ রান করে সাজঘরে ফিরে যান। নাঈম শেখ দলের ৫০ রানে ফেরেন। তিনি ২১ বলে ১৯ রান করেন। একটি চারের শট মারতে পারেন। পরেই গোল্ডেন ডাক মারেন আফিফ হোসেন।
সেখান থেকে সাইফ হাসান ও সোহান ৬৩ রানের জুটি গড়েন। তবে ওই জুটিতে দাপট ছিল না। সোহান ২৭ বলে ৩৩ রান করেন। চারটি চার মারেন তিনি। তিনে নামা সাইফ ৩৫ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে দুটি চার ও একটি ছক্কা আসে।
স্লগে রান বাড়িয়ে নেওয়ার দায়িত্ব পালন করেন ইয়াসির আলী রাব্বি। তিনি আটে নেমে ১৭ বলে ২৯ রান করেন। দুটি করে চার ও ছক্কা মারেন। মজার বিষয় হচ্ছে- রাব্বির আগে ক্রিজে নামানো হয় বাঁ-হাতি স্পিনার রাকিবুল ইসলামকে। তিনি ৪ বলে ৪ রান করতে পারেন।