বুধবার ২০ আগস্ট ২০২৫ ৫ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


নর্দান টেরিটরিকে ২২ রানে হারাল বাংলাদেশ ‘এ’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৭:২৯ PM

ওপেনিংয়ে ভালো জুটি পেয়েও বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে সর্বাধিক রান করা আফিফ হোসেন চাহিদা মিটিয়ে রান তুলতে পারেননি। যে কারণে টপ এ্যান্ড টি-২০ সিরিজে অস্ট্রেলিয়ার ক্লাব নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে ৪ উইকেটে ১৭২ রানে আটকে যায় নুরুল হাসান সোহানের দল। তবে হাসান মাহমুদ-রাকিবুল হাসানদের দারুণ বোলিংয়ে ২২ রানের জয় পেয়েছে বাংলাদেশের দলটি।

এই জয়ে ১১ দলের টুর্নামেন্টে ৪ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে সাতে উঠেছেন সোহানরা। বাংলাদেশের সমান পয়েন্ট তুললেও নেট রান রেটে পাকিস্তান শাহিনস, মেলবোর্ন স্টার্স একাডেমি, মেলবোর্ন রেনেগার্স, পার্থ একাডেমি বাংলাদেশের ওপরে আছে। 

ডারউইনের মঙ্গলবারের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩.৩ ওভারে ৫৫ রানের ওপেনিং জুটি পায় বাংলাদেশ ‘এ’ দল। নাঈম শেখ ১১ বলে ছয়টি চারের শটে ২৩ রান করে আউট হন। পরেই ফিরে যান তিনে নামা সাইফ হাসান এবং ওপেনার জিসান আলম। 

এর মধ্যে সাইফ ১০ বলে মাত্র ৩ রান করতে পারেন। জিসান ২৩ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন। তিনি তিনটি চার  ও একটি ছক্কা মারেন। পাঁচে নামা অধিনায়ক সোহান ২৩ বলে ৩৫ রান করে ফেরেন। পাঁচটি চার ও একটি ছক্কা আসে তার ব্যাট থেকে। ইয়াসির রাব্বি ১৩ বলে দুই চার ও এক ছক্কায় ২২ রানের হার না মানা ইনিংস খেলেন। দলের পক্ষে আফিফ হোসেন সর্বাধিক ৪১ রান করলেও দলের প্রত্যাশা মেটাতে পারেননি তিনি। চারে নামা এই ব্যাটার ৪০ বলের মুখোমুখি হন। হার না মানা ইনিংস সাজান ৪টি চারের শটে। 

জবাব দিতে নেমে ২৪ রানে ৩ উইকেট হারায়। তবে চতুর্থ উইকেটে ৮২ রানের জুটি গড়ে ম্যাচ জমিয়ে ফেলে নর্দান টেরিটরি। কনর ক্যারোল ৩০ বলে ৪৩ করেন। জর্ডান সিল্ক ৪১ বলে ৪৮ রানের ইনিংস খেলেন। তাদের দু’জনকে ফিরিয়ে স্পিনার রাকিবুল ম্যাচ বাংলাদেশের পক্ষে এনে দেন। 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী রাকিবুল ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নেন। পেসার হাসান মাহমুদ ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট দখল করেন। পেস অলরাউন্ডার তোফায়েল সমান ওভারে ২৬ রান দিয়ে নেন ২ উইকেট। এর আগে নেপালের বিপক্ষে জিতেছে বাংলাদেশ ‘এ’ দল।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সর্বোচ্চ ১৩৯১তম ম্যাচ খেলে ব্রাজিলিয়ান গোলরক্ষকের বিশ্বরেকর্ড
ডাকসু নির্বচনে ছাত্রদলের ভিপি আবিদুল, জিএস হামিম
শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে চলছে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ
মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে সাতটি ইউনিট
তিস্তায় মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মূল্যবোধের অবক্ষয় রোধে ঐক্যবদ্ধের তগিদ বিচারপতি জয়নুল আবেদীনের
৩২ নম্বরে ফুল দিতে আসা সেই রিকশাচালক আজিজুর কারাগারে
গোল-অ্যাসিস্টে মায়ামিকে ৩-১ ব্যবধানে জেতালেন মেসি
গাজাবাসীদের সরানোর উদ্যোগ ইসরায়েলের
সালথায় বিধবা নারীর জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com