প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৬:১৮ PM
লক্ষ্মীপুর জেলা সদর থানার টুমচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের অন্তর্গত কালীর চর এলাকায় জুয়াড়িদের বিরুদ্ধে এক যৌথ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও পুলিশ। এই অভিযানে ০৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট, ২০২৫) এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল এবং পুলিশের একটি টহল দল যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘটনাস্থল থেকে চারজনকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন: মো: শ্যামল হোসেন (৪২), পিতা: মোহাম্মদ মুসলিম হোসেন, গ্রাম: কালীর চর, মোঃ আখতার হোসেন (৩৭), পিতা: আব্দুল হাসান, গ্রাম: কালীর চর,মোঃ দেলোয়ার হোসেন (৪০), পিতা: সুলতান আহমেদ, গ্রাম: টুমচর ,মো: নিয়াজ (২৯), পিতা: মৃত আমিন হোসেন, গ্রাম: আবির নগর।
অভিযানকালে তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জাম এবং নগদ অর্থ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে নগদ ১৮,৪৫০ টাকা, জুয়া খেলার ০৩টি কার্ড, ০১টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ০৭টি মোবাইল ফোন (০২টি অ্যান্ড্রয়েড এবং ০৫টি বাটন ফোন), ০১টি সিম কার্ড এবং ০১টি ফোন চার্জার।
পরবর্তীতে, প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং ডাক্তারি পরীক্ষা শেষে আটককৃতদের লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।