বুধবার ২০ আগস্ট ২০২৫ ৫ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


ওয়াশিংটনে ব্যস্ত বিশ্বনেতারা, ফোনে ব্যস্ত পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১১:০৪ AM

হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর কয়েক ঘণ্টার মধ্যে শুরু হতে যাওয়া এই বৈঠকের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। কিন্তু একই সময়ে ফোনে ব্যস্ত সময় পার করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও মিত্র রাষ্ট্রের প্রধানদের একের পর এক টেলিফোন করছেন।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ আপডেটে ট্রাম্প-জেলেনস্কি ও ইউরোপের নেতাদের বৈঠক এবং পুতিনের ফোনে কূটনৈতিক ব্যস্ততার এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জেলেনস্কি, ট্রাম্প এবং অন্যান্য ইউরোপীয় নেতারা যখন হোয়াইট হাউসে আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন পুতিন তার নিজস্ব কূটনৈতিক প্রচেষ্টায় ফোনে ব্যস্ত রয়েছেন।

বিবিসি বলছে, সোমবার জেলেনস্কি-ট্রাম্প বৈঠকের আগে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এখন পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

ক্রেমলিনের টেলিগ্রাম অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী, পুতিন গত শুক্রবার আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের ‘‘মূল ফলাফল’’ সম্পর্কে বিশ্ব নেতাদের অবহিত করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের নেতাদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আজকের দিনটি অনেক গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সময় সোমবার রাত ১১টার দিকে (ওয়াশিংটনের দুপুর ১টা) হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। ইউক্রেনের প্রতি সংহতি জানাতে এবং যুদ্ধ-পরবর্তী সমঝোতায় শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তার দাবি তুলতে ইউরোপীয় নেতারাও ওয়াশিংটনে যাচ্ছেন।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর নেতাদের সঙ্গে হোয়াইট হাউসের ইস্ট রুমে বৈঠক করবেন। বৈঠকটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৩টায়।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‌‌‘‘আমি কী করছি, সেটা আমি ঠিকই জানি। যারা বহু বছর ধরে এসব সংঘাত নিয়ে কাজ করেছেন; কিন্তু কিছুই থামাতে পারেননি, তাদের পরামর্শ আমার প্রয়োজন নেই।’’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সর্বোচ্চ ১৩৯১তম ম্যাচ খেলে ব্রাজিলিয়ান গোলরক্ষকের বিশ্বরেকর্ড
ডাকসু নির্বচনে ছাত্রদলের ভিপি আবিদুল, জিএস হামিম
শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে চলছে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ
মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে সাতটি ইউনিট
তিস্তায় মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মূল্যবোধের অবক্ষয় রোধে ঐক্যবদ্ধের তগিদ বিচারপতি জয়নুল আবেদীনের
৩২ নম্বরে ফুল দিতে আসা সেই রিকশাচালক আজিজুর কারাগারে
গোল-অ্যাসিস্টে মায়ামিকে ৩-১ ব্যবধানে জেতালেন মেসি
গাজাবাসীদের সরানোর উদ্যোগ ইসরায়েলের
সালথায় বিধবা নারীর জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com