প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৭:৩৮ PM
লক্ষ্মীপুর জেলা সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে অভিযান চালিয়ে ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল। আটককৃতদের নিকট থেকে ইয়াবা, গাঁজা এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল ও পুলিশের একটি টহল দল যৌথভাবে দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ০৪ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ০১টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট এবং ০১টি বাটন মোবাইল সেট জব্দ করা হয়।
আটককৃতরা হলেন: মোঃ রাজু (৩৫), পিতাঃ মৃত মোঃ আবুল হোসেন, গ্রাম: মহাদেবপুর, পোস্টঃ দালাল বাজার, থানা: সদর, জেলা: লক্ষ্মীপুর,মোঃ হাসান (৪০), পিতাঃ মৃত আলী আহমেদ, গ্রামঃ চরমহনা, পোস্টঃ বাবুর হাট, থানাঃ রায়পুর, জেলাঃ লক্ষ্মীপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোঃ হাসান রায়পুর থানার বাবুর হাট এলাকার বিভিন্ন চুরি ও ডাকাতির সাথেও জড়িত।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও ডাক্তারি পরীক্ষা শেষে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এলাকায় মাদকবিরোধী এ ধরনের যৌথ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, এ ধরনের অভিযানের ফলে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে এবং এলাকার যুব সমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।