বুধবার ২০ আগস্ট ২০২৫ ৫ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


লক্ষ্মীপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক -২
মো.আরিফ হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৭:৩৮ PM

লক্ষ্মীপুর জেলা সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে অভিযান চালিয়ে ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল। আটককৃতদের নিকট থেকে ইয়াবা, গাঁজা এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল ও পুলিশের একটি টহল দল যৌথভাবে দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ০৪ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ০১টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট এবং ০১টি বাটন মোবাইল সেট জব্দ করা হয়।

আটককৃতরা হলেন: মোঃ রাজু (৩৫), পিতাঃ মৃত মোঃ আবুল হোসেন, গ্রাম: মহাদেবপুর, পোস্টঃ দালাল বাজার, থানা: সদর, জেলা: লক্ষ্মীপুর,মোঃ হাসান (৪০), পিতাঃ মৃত আলী আহমেদ, গ্রামঃ চরমহনা, পোস্টঃ বাবুর হাট, থানাঃ রায়পুর, জেলাঃ লক্ষ্মীপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোঃ হাসান রায়পুর থানার বাবুর হাট এলাকার বিভিন্ন চুরি ও ডাকাতির সাথেও জড়িত।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও ডাক্তারি পরীক্ষা শেষে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকায় মাদকবিরোধী এ ধরনের যৌথ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, এ ধরনের অভিযানের ফলে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে এবং এলাকার যুব সমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শেরপুরের নকলায় এনসিপি’র সমন্বয় কমিটি প্রত্যাখান পূর্বক ১৫ জনের পদত্যাগ!
কালিয়াকৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ভালুকায় নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক -২
লক্ষ্মীপুর-চৌমুহনী সড়ক চার লেনে উন্নীত করার জোর দাবি জামায়াতের
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মূল্যবোধের অবক্ষয় রোধে ঐক্যবদ্ধের তগিদ বিচারপতি জয়নুল আবেদীনের
সালথায় বিধবা নারীর জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই: তারেক রহমান
মহাখালী পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
হত্যা মামলায় গ্রেপ্তার মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com