প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৭:৩৫ PM
লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নের মজু চৌধুরীর ঘাট এলাকায় অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে এক যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় একটি ড্রেজার মেশিন জব্দ করাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর গ্রামের মৃত কদম আলী সরদারের ছেলে মো. জামাল (৪৫) এবং লক্ষ্মীপুর সদরের চর আলী হাসান গ্রামের মৃত আব্দুল লোকমিদার ছেলে মো. নাসির (৪০)।
অভিযানে লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্প, পুলিশ, কোস্টগার্ড এবং নৌ পুলিশের একটি করে টহল দল অংশ নেয়। সম্মিলিত এই বাহিনীর অভিযানে ঘটনাস্থল থেকে অবৈধভাবে বালি উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে এবং নদীর তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি বাড়ায়। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।