সোমবার ১৮ আগস্ট ২০২৫ ৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


মূল্যবোধের অবক্ষয় রোধে ঐক্যবদ্ধের তগিদ বিচারপতি জয়নুল আবেদীনের
শাহবাজ খান মাশফি, ঢাকা
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৭:০৭ PM

মানবিক রাষ্ট্র গঠনে সবচেয়ে বেশি দরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা। এছাড়া দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাষ্ট্রের অবকাঠামো বিনির্মাণ এবং বিচার প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করা গেলেই মানবিক রাষ্ট্র গঠন সম্ভব হবে বলে মনে করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোঃ জয়নুল আবেদীন। শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে স্মার্ট উদ্যোক্তা ফোরাম আয়োজিত 'মানবিক রাষ্ট্র গঠনে আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভা ও এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড- ২০২৫ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
নাবিহা এক্সপ্রেসের চেয়ারম্যান ও স্মার্ট উদ্যোক্তা ফোরামের প্রধান উপদেষ্টা সেলিনা চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাসুদ রানার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর ডঃ মোঃ কামাল উদ্দিন আহম্মদ। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন মনোহরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম ফারুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মোঃ মাকসুদেল হোসেন খান মাকসুদ, অভিনেতা সৈয়দ শুভ্র, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, স্কাইফ্লোরা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাজিদ খান, নারী উদ্যোক্তা ও সংগঠনের প্রচার সম্পাদিকা মাহফুজা শিউলি। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নৃত্য পরিচালক আজিজ রেজা, অভিনেত্রী শবনম পারভিন, সানজিদা মিলা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা মানবিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে তাদের মতামত তুলে ধরে বক্তব্য প্রদান করেন। বক্তারা মনে করেন মানবিক গুণসম্পন্ন জাতি হিসেবে গড়ে উঠতে পারলেই কেবল মানবিক রাষ্ট্র গঠন সম্ভব। সমাজ থেকে হিংসা-বিদ্বেষ, হানাহানি এবং পরিচর্চা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে মৌলভীবাজারের নৃত্যশিল্পী গ্রুপ এবং নতুন গায়কের কন্ঠে পরিবেশিত গানে মুগ্ধ হন উপস্থিত দর্শক শ্রোতা। পরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২২  গুণীব্যক্তির হাতে এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি জয়নুল আবেদীন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম সিটি গেটে পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৪
বাংলাদেশসহ ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কোয়ালিফাই করেছে যেসব দেশ
রুক্মিণীর রাজকীয় লুক
গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত বেড়ে ৬২ হাজার ছুঁই ছুঁই
সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেফতার
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ত্রিশালে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে কুরআনখানী ও দোয়া মাহফিল
আজমল হোসেন কুনু, কে প্যারিসে সংবর্ধনা
কন্যা মানহাকে নিয়েই ব্যস্ত মেহজাবীন মেহা
শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ ইসলাম
শেরপুর প্রেসক্লাবের আয়োজনে চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com