ভালুকায় নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মোঃ হুমায়ুন কবির, ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৭:৪১ PM
ময়মনসিংহের ভালুকায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২০ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য (যুগ্মসচিব) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালক আ.ন.ম নাজিম উদ্দীন।
কর্মশালায় প্রধান অতিথি দৈনন্দিন জীবনে মানসম্মত খাবারের প্রতি গুরুত্ব ও দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মফিদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা জহির রায়হান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ, স্যানেটারী ইনস্পেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শামসুল ইসলাম রমিজ সহ স্থানীয় ব্যবসায়ী এবং গণমাধ্যম কর্মী।