প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৭:৩৭ PM
জেলার আর্থ-সামাজিক গুরুত্ব বিবেচনায় লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কটি দ্রুত চার লেনে উন্নীত করার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার (২০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়। শহর ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কটি জেলার ১৯ লাখ মানুষের জন্য এক অপরিহার্য যোগাযোগ মাধ্যম।এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযোগ স্থাপনকারী প্রধান সড়ক হওয়ায় প্রতিদিন লক্ষাধিক মানুষ এর ওপর দিয়ে যাতায়াত করে। জেলা সদর ছাড়াও কমলনগর, রামগতি ও রায়পুর উপজেলার কৃষি ও বাণিজ্যিক পণ্য পরিবহন এবং জরুরি রোগী পাঠানোর জন্য এই সড়কটিই মূল ভরসা। বিকল্প কোনো রেলপথ বা আকাশপথ না থাকায় এর গুরুত্ব আরও অপরিসীম।
বক্তারা সড়কের বর্তমান বেহাল দশার কথা তুলে ধরে বলেন, সড়কটি অত্যন্ত নাজুক ও অপ্রশস্ত হওয়ায় রিকশা, অটোরিকশা, সিএনজি এবং ভারী যানবাহনের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, গত তিন বছরে এই সড়কে অন্তত ৪০টি বড় দুর্ঘটনায় ৫৯ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন অসংখ্য মানুষ। সরকারি অবহেলা এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে সড়কটির উন্নয়ন কাজ আটকে আছে বলে তারা অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ প্রায় ২৬৬ কোটি টাকা ব্যয়ে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কটি চার লেনে উন্নীত করার একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি করে।তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকল্পটি এখনো অনুমোদন পায়নি।দ্রুত এই প্রকল্পের কাজ শুরু না হলে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি এ. আর. হাফিজ উল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন, পৌর আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, সেক্রেটারি হারুনুর রশিদ এবং চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমন প্রমুখ।