প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৭:২৮ PM
শেরপুরে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৪ আগষ্ট সোমবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম এ অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে শেরপুর একাদশ বনাম শেরপুর সেনা ক্যাম্প একাদশ।
এতে প্রধান অতিথি ছিলেন ছিলেন এডিসি ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত), মোঃ শাকিল আহমেদ।
জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র পাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শেরপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মাইদুল হাসান শুভ। এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ফরিদ আহমেদ লুলু, সাংবাদিক রফিক মজিদ, মোঃ শওকত হোসেন, জেলা রেফারী এসোসিয়েশন এর সহ-সভাপতি খন্দকার মোঃ আব্দুল হামিদ প্রমুখ। খেলায় উভয় দল গোলশূন্য ড্র করায় দু’দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করে ট্রফি বিতরণ করা হয়।