প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৬:১৫ PM আপডেট: ০৩.০৮.২০২৫ ৮:১৩ PM
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জুলাই বলে দিয়েছে, বাংলাদেশে ছাত্রলীগের মতো হেলমেট বাহিনীর রাজনীতি থাকতে পারে না। জুলাই আন্দোলনের কারণে শেষ পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশে আয়নাঘর থাকতে পারে না, আয়নাঘর এ দেশের সব কিছু ধ্বংস করে দিয়েছে। জুলাইয়ের নতুন দাবি, শেখ হাসিনার বিচার। গত এক বছর থেকে ছাত্ররা, দেশের মানুষ, আমরা আমাদের প্রত্যাশার জায়গা থেকে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করেছি, শেখ হাসিনার দৃশ্যমান বিচার। শেখ হাসিনার দৃশ্যমান বিচার না হলে জাতি ক্ষমা করবে না। এই বিচার এত বেশি প্রয়োজন।
আজ রোববার (৩ আগষ্ট) দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্রসমাবেশে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শেখ হাসিনার বিচার এজন্য প্রয়োজন। কারণ, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা বারবার নির্যাতিত, ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা দেশের গণতন্ত্র এবং স্বাভাবিক রাজনীতি হারিয়েছিলাম। আজকে বলে দিতে চাই, অবিলম্বে হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে। জুলাই জানাতে চায়, সংস্কার চলমান প্রক্রিয়ার সঙ্গে দেশে জনগণের নির্বাচিত সরকার বেশি জরুরি হয়ে গেছে। আমরা বিশ্বাস করি, স্বাভাবিক নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি সরকারের নেতৃত্ব দেবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সরকারের নেতৃত্ব দেবেন, ইনশাল্লাহ।
এর আগে বিকেল সোয়া ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘ছাত্রসমাবেশ’ করছে ছাত্রদল।
সমাবেশে বক্তব্য দেন খায়রুল কবির খোকন, হাবিবুর রহমান খান সোহেল। এতে জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন।
তারও আগে সকাল সাড়ে ১১টা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হতে শুরু করেন। সমাবেশে সঞ্চালনা করছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিনসহ সহ বিএনপির নানা পর্যায়ের নেতারা এবং ছাত্রদলের সাবেক বর্তমান নেতাকর্মীরা।