প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৬:১১ PM
সারা দেশে জুলাই পদযাত্রা শেষে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শহীদ পরিবারের সদস্যদের বক্তব্যের মধ্য দিয়ে পূর্বষোষিত সময়সূচির এক ঘণ্টার বেশি সময় পর শুরু হয় এই সমাবেশ।
রবিবার (৩ আগস্ট) বিকাল সোয়া ৫টা নাগাদ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিক সমাবেশ শুরু হয়। ইতোমধ্যে সমাবেশে যোগ দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।
জুলাই বিপ্লবে প্রাণ হারানো শহীদ ইমাম হাসান তায়েবের ভাই রবিউল আউয়াল তার আবেগঘন বক্তব্যে বলেন, আমার ভাই জীবনের বিনিময়ে যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকের এই সমাবেশ। আমি চাই, এভাবে আর কোনও ভাই তার আদরের টুকরা ভাইকে না হারাক, কোনও মায়ের বুক খালি না হোক, বাংলাদেশ স্বাধীনভাবে মাথা তুলে দাঁড়াক।
এ দিকে বিকাল ৪টায় সমাবেশ শুরুর কথা থাকলেও দুপুরের পর থেকেই ভিড় বাড়তে থাকে সমাবেশ প্রাঙ্গণে। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে নানা ধর্ম, বর্ণ ও বয়সের মানুষ যোগ দিচ্ছেন এই সমাবেশে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, সমাবেশে তারা ২৪ দফা বিশিষ্ট একটি ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবেন। সেখানে দেশ পরিচালনার নীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, প্রবাসনীতি ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামোসহ নানা বিষয় উঠে আসবে।