সোমবার ৪ আগস্ট ২০২৫ ২০ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


এনসিপি-ছাত্রদলের সমাবেশ ঘিরে রাজধানীতে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৩:২৯ PM

সপ্তাহের প্রথম কর্মদিবসে একাধিক রাজনৈতিক কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট তীব্র আকার ধারণ করেছে। আজ রোববার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। এছাড়া বাসস্টপগুলোতে গণপরিবহনের জন্য অপেক্ষমাণ মানুষের ভিড়।

ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’ (শাহবাগ) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে আয়োজিত জনসমাবেশ (শহীদ মিনার)– এই দুটি রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণে ডাইভারশন চালু করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠীর আয়োজিত ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলায় সড়কে যানজট সৃষ্টি হয়েছে।

বেলা সাড়ে ১২টার দিকে এক পথচারী বলেন, ৯টার আগে কেরানীগঞ্জ থেকে কল্যাণপুর যাওয়ার উদ্দেশ্যে অফিস থেকে বের হয়েছি। এখন সাড়ে ১২টা বাজে, শাহবাগ পার হতে পারিনি। সংসদ ভবন স্টেশন থেকে মেট্রোলে উঠার চেষ্টা করেও উঠতে পারিনি। 

তিনি আরও বলেন, পরে পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিয়েছি। সপ্তাহের প্রথম কর্মদিবসে এমন রাজনৈতিক প্রোগ্রাম কাম্য নয়। এছাড়া ঢাকা শহরে অনেক বড় বড় মাঠ আছে সেখানেও রাজনৈতিক দলগুলো চাইলে সমাবেশ করতে পারতেন। কিন্তু সবাই রাস্তা বন্ধ করে সমাবেশ করছে।

সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে শ্যামলী, কল্যাণপুর, ফার্মগেট, শাহবাগ ও আজিমপুরসহ একাধিক এলাকায় যানজট ও ধীরগতির যান চলাচলের দৃশ্য চোখে পড়ে। যাত্রীদের অনেকে বাসে ওঠার জন্য ঠেলাঠেলি করতে দেখা যায়। 

এদিকে মহাখালী মৎস্যভবন পল্টন গুলিস্তানসহ আশপাশের এলাকায় সমাবেশে আসা নেতাকর্মীদের গাড়ি পার্কিং করেছে ছাত্রদল। রাস্তার দুপাশে গাড়ি পার্কিং করায় যান চলাচলে বেশি ভিন্ন ঘটছে।

দুপুর ১টার আগেই পল্টন, মতিঝিল, মৎস্যভবন, শাহবাগ এলাকার সড়কে পাবলিক পরিবহন চলা প্রায় বন্ধ হয়ে যায়। এসব এলাকায় গাড়ি রেখে ঢাকার বাইরে থেকে আসা ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশের স্থলের দিকে রওনা হয়েছেন।

গতকাল শনিবার এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ৩ আগস্ট সকাল থেকে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানমুখী সড়কগুলোতে যানচলাচল সীমিত থাকবে। এসব এলাকার পরিবর্তে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

একযোগে রাজনৈতিক কর্মসূচি, চাকরিজীবীদের ব্যস্ততা ও চলমান এইচএসসি ও বিসিএস পরীক্ষার চাপ মিলিয়ে ঢাকার সড়ক ব্যবস্থায় কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সৌদি থেকে কেন মুখ ফেরাচ্ছেন ফুটবল তারকারা
এনসিপি নেতা-কর্মীদের দিকে চোখ তুলে তাকালে রাজনৈতিকভাবে মোকাবিলা করব: হাসনাত আবদুল্লাহ
প্রফেসর ড. এম শমশের আলীর মৃত্যুতে বিএসপি চেয়ারম্যানের শোক
ইতালিতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত
জাতীয় নাগরিক পার্টির ২৪ দফা ইশতেহারে ঘোষণা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কিছু দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা
৩২ ঘণ্টা পর শাহবাগ মোড় থেকে অবরোধকারীদের সরাল পুলিশ
৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন: প্রেস উইং
সালথায় শ্রেষ্ট শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান
পুলিশের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com