বুধবার ৩০ জুলাই ২০২৫ ১৫ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


১ হাজার বাস-ট্রাক চালকের চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষার কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৫:১৩ PM

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সড়কে মৃত্যু ঠেকাতে রাজধানীতে এক হাজার বাস-ট্রাক চালকের চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নিয়েছে ঢাকা পরিবহন সমম্বয় কতৃপক্ষ (ডিটিসিএ)।

মঙ্গলবার সকাল সাড় ৯টার দিকে ঢাকা পরিবহন সমম্বয় কতৃপক্ষ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আয়োজিত তেজগাঁও বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক ও সেতু মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন এ উদ্বোধন ঘোষণা করেন।

রাজধানীর তেজগাঁও এলাকায় তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা পরিবহন সমম্বয় কতৃপক্ষ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, স্বাস্থ্য ও সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, সম্মিলিত পরিষদের প্রধান সমম্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিআরটিসিএ চেয়ারমান আবদুল লথিফ মোল্লা, পুলিশের অতিরিক্ত ডিআইজি (ট্রাফিক) মো. সরোয়ার প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা পরিবহন সমম্বয় কর্তৃপক্ষ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নীলিমা আখতার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘চালকদের নিয়মিত স্বাস্থ্য ও চোখ পরীক্ষা করানো অত্যন্ত জরুরি। তাহলে সড়কে বহু মানুষের মৃত্যু ঠেকানো যাবে। কারণ গাড়ি চালাতে গিয়ে চালকদের শারিরীক, মানসিক ও চোখের ওপর প্রচণ্ড চাপ পড়ে। যার ফলে চালকরা স্বাস্থ্যগতভাবে বিভিন্ন রোগে ভোগেন।’ তারা বলেন, ‘বিআরটিএ ও আহছানিয়া মিশনের মাধ্যমে পরিচালিত গত ২০২৩ সালে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা কার্যক্রমে দেখা যায় যে, যানবাহনের প্রায় ৬৩ শতাংশ চালক বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং প্রায় ৬৭ শতাংশ চালক চোখের বিভিন্ন সমস্যায় ভুগছেন। চোখের ভারসাম্য হারিয়ে চোলকরা ঠিকমত দেখতে পারে না বলে সড়ক দুর্ঘটনা ঘটে। এজন্য মানুষের জীবন রক্ষায় গাড়িচালকদের নিয়মিত স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করাতে হবে।

এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ১০০০ বাস ও ট্রাক চালকের বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার উদ্যোগ নিয়েছে। যাদের চোখের পাওয়ার সমস্যা নির্ণয় হবে তাদেরকে চশমা প্রদান করা হবে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের এ উদ্যোগ আগামী ২৯ থেকে ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টা পযন্ত রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল, তেজগাঁও ট্রাক টার্মিনাল এবং বিআরটিসির তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে মেডিকেল টিম মোতায়েন করে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা পরিচালনা করা হবে। 

স্বাস্থ্য পরীক্ষায় যা যা পরীক্ষা করা হবে তা হলো- ব্লাড প্রেসার, ব্লাড সুগার লেভেল পরীক্ষা, অক্সিজেন লেভেল পরীক্ষা, উচ্চতা ও ওজন পরিমাপ ইত্যাদি এবং চক্ষু পরীক্ষায় যা যা পরীক্ষা করা হবে তা হলো- চোখের প্রেসার পরিমাপ, কালার ভিশন পরীক্ষা, গ্লুকোমা/রেটিনা পরীক্ষা, পাওয়ার পরিমাপ/নির্ধারণ, নাইট ভিশন পরীক্ষ, স্লিট ল্যাম্প পরীক্ষা ইত্যাদি।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

মানসম্মত কলেজ নিয়ে শঙ্কা শিক্ষার্থীদের
‘জুলাই গণঅভ্যূত্থানের স্বপ্ন পূরণে বাধা দূও করতে হবে’
যিনি চাঁদাবাজদের প্রটেকশন দেওয়ার চেষ্টা করেন তিনি চাঁদার ভাগিদার: সারজিস আলম
জাপানিদের দীর্ঘ আয়ুর আসল রহস্য জেনে নিন
খিলগাঁও মডেল কলেজে ২০২৪ গণআন্দোলনের শহীদ স্মরণে মাসব্যাপী কর্মসূচির সূচনা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো কোরিয়া মুসলিম কমিউনিটির বাৎসরিক শিক্ষা সফর ২০২৫
ভালুকায় শহীদ আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
দুবাইতে বাংলাদেশ প্রবাস ক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
ত্রিশালে এসইডিপির সনদ ও পুরস্কার বিতরণ
ঝিনাইগাতী সদর বাজারে দেদারছে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com