প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৬:২৩ PM
গাজীপুরের কালীগঞ্জে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) সকালে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩২ জন কৃতি শিক্ষার্থীকে নাগরিস্থ কালব রিসোর্টে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।
স্বাগত বক্তব্যে মিলন বলেন, “উত্তরার মাইলস্টোন স্কুলে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা যারা জিপিএ-৫ পেয়েছো, তাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মাদক, দুর্নীতি ও সন্ত্রাসকে ‘না’ বলতে হবে। দেশের ভবিষ্যৎ তোমাদের উপর নির্ভর করছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খায়রুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম ও আশরাফী হাবিবুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, পৌর বিএনপির আহ্বায়ক মো. হোসেন আরমান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য মোন্তাজ উদ্দিন মাষ্টার, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, জামালপুর আর এম বিদ্যাপীঠের পরিচালনা পরিষদের সভাপতি মনিরুজ্জামান খান লাভলু, চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেনুকা ইয়াসমিন, বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সাদিয়া আক্তার বর্ষা এবং তুমুলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আহমেদ ওয়ালিদ রেজা প্রমুখ।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র, মগ এবং পাটের ব্যাগ তুলে দেওয়া হয়। এছাড়া বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও প্রধান শিক্ষকগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই সংবর্ধনা অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আয়োজকেরা মনে করেন।
ইকবাল হোসেন ভূঁইয়া