প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৬:১১ PM
জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছেন সেনাবাহিনী। মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন (ইসি) বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা না এলেও, নির্দেশ পেলে সুষ্ঠু নির্বাচন করতে সেনাবাহিনী প্রস্তুত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সেনাসদরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
এদিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য দেন কর্নেল শফিকুল।
তিনি জানান, গত চার সপ্তাহে সন্ত্রাসী দমনে ৩৭টি অবৈধ অস্ত্র ও ১৭৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া, আগস্ট থেকে এখন পর্যন্ত হারানো ১২ হাজার ১১৯টি অস্ত্রের মধ্যে ৯ হাজার ৭২৯টি এবং ৩ লাখ ১০ হাজার ৯৭৫ রাউন্ড গোলাবারুদের মধ্যে ২ লাখ ৮৭ হাজার ৩৩ রাউন্ড উদ্ধার করেছে সেনাবাহিনী।
গ্রেপ্তারকৃতদের তালিকায় গত চার সপ্তাহে ৮১৩ জন নতুন নাম যুক্ত হয়েছে। এ পর্যন্ত মোট ১৬ হাজার ৪৫৯ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে কিশোর গ্যাং সদস্য, তালিকাভুক্ত অপরাধী ও ডাকাতসহ বিভিন্ন অপরাধী রয়েছে বলে জানানো হয়।