প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৮:৩০ PM
বগুড়ায় বিয়েকে কেন্দ্র করে বৃদ্ধাসহ একই পরিবারের দুই সদস্যকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত সৈকত হাসান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বগুড়া শহরের খান্দার এলাকার পাসপোর্ট অফিসের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)। দুজন সম্পর্কে দাদী শাশুড়ি ও নাতি বউ। এদিকে আটক হওয়া সৈকত হাসান বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ী এলাকার সোহেল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সোয়া ৮টার দিকে ইসলামপুর হরিগাড়ী এলাকায় ঘরে ঢুকে দুই নারীকে হত্যা করা হয়। এ সময় ছুরিকাঘাতে একজন আহত হয়। তিনি নিহত লাইলী বেওয়ার ছেলে বুলবুলের মেয়ে বন্যা।
ঘটনার পর আহত বন্যার ফুফাতো ভাই মো. খোকন বলেন, সৈকত নামে এক ছেলে বন্যাকে পছন্দ করে। সে প্রায়ই বিরক্ত করতো। সন্ধ্যায় বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় সৈকতসহ আরও সাত-আটজন ঘরে প্রবেশ করে।
তিনি আরও বলেন, তখন বন্যার ভাবী হাবিবা তাদের গালিগালাজ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা প্রথমে হাবিবাকে গলায় ছুরিকাঘাত করেন। এরপর লাইলী বেওয়াকেও গলায় ছুরিকাঘাত করা হয়। এ সময় বন্যা ছুটে এলে তার পেটেও ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।
ওসি ইকবাল বাহার জানান, গ্রেপ্তারের পর হত্যায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে প্রাথমিক জবানবন্দি দিয়েছেন সৈকত। প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে একাই তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এছাড়া তাকে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের অভিযান চলছে বলেও জানান তিনি।