প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৭:৩৬ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার নারায়ণগঞ্জে আয়োজিত বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে সোনারগাঁ থানা বিএনপি এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে সোনারগাঁ উপজেলার ব্যস্ততম কেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তার নিকটে কলাপাতা রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় সোনারগাঁ উপজেলা ও থানা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের আহ্বায়কবৃন্দ, ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো, আতাউর রহমান।
প্রস্তুতিমূলক সভায় বক্তারা বলেন, দেশের জনগণ আজ নির্যাতন, দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও গনতন্ত্রহীনতার চরম পর্যায়ে উপনীত হয়েছে। এই পরিস্থিতিতে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জে ঘোষিত বিক্ষোভ সমাবেশ হবে সরকারের স্বেচ্ছাচারিতা, ভোট ডাকাতি, এবং জনগণের মতের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া শাসনের বিরুদ্ধে প্রতিবাদের এক ঐতিহাসিক মঞ্চ।
বক্তারা আরও বলেন, সরকারের দমন-পীড়নের মুখে বিএনপির নেতাকর্মীরা কোনোভাবেই ভীত নয়। সোনারগাঁ উপজেলা থেকে হাজারো নেতা-কর্মীকে এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানানো হয়। সভায় সকল ইউনিয়নের নেতাকর্মীদের সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের সভাপতি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের নেতারা।